মুম্বই : টানা কয়েকটা হারের ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরতে শুরু করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ব্যাট হাতে চেনা দাপট দেখাচ্ছেন হিটম্যানও। এবার মাঠের বাইরেও নতুন ইনিংস শুরু করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এবারের আইপিএলের (IPL 2023) ডিজিট্যাল সম্প্রচারকারী জিও সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ভারতীয় অধিনায়ক। নতুন ভিডিও বার্তায় জিও সিনেমায় (Jio Cinema) সবার সঙ্গে আইপিএল দেখার মজায় মেতে উঠতে বার্তা দিতেও দেখা গিয়েছে রোহিত শর্মাকে।
আইপিএল শুরুর আগে প্রতিযোগিতার টেলিভিশন সম্প্রচারকারী স্টার স্পোর্টসের (Star Sports) দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন রোহিত শর্মা। আর প্রতিযোগিতার মাঝে নতুন চুক্তির জেরে বাণিজ্যিক মহলে জল্পনা, টেলিভিশন ছেড়ে ডিজিট্যালে নাম লেখালেন রোহিত শর্মাও। প্রসঙ্গত, আইপিএল শুরুর আগে থেকেই জিও সিনেমার দূত হিসেবে দেখা গিয়েছে সচিন তেন্ডুলকর মহেন্দ্র সিংহ ধোনি, সূর্যকুমার যাদব স্মৃতি মান্ধানাদের। এবার দেখা গেল রোহিত শর্মাকেও। প্রসঙ্গত, আইপিএল যত এগোচ্ছে, ততই জিও সিনেমায় আইপিএল দেখার দর্শকদের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত এক সময়ে সর্বোচ্চ ২.৪ কোটি দর্শক একইসঙ্গে জিও সিনেমায় নজর রেখেছিলেন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ দেখতে। তবে শুধুমাত্র জিও সিনেমাই নয়, আইপিএল এগোনোর সঙ্গে সঙ্গেই বাড়ছে স্টার স্পোর্টসে চোখ রাখা দর্শকসংখ্যাও।
নতুন যে ইনিংস সম্পর্কে রোহিত বলেছেন, 'ভারতে কীভাবে খেলা দেখার ধরণ বদলাচ্ছে, তার প্রকৃষ্ঠ উদাহরণ জিও সিনেমা। মোবাইল, ডেস্কটপ থেকে কানেক্টেড টেলিভিশনে খেলা দেখার দর্শকের সংখ্যা ক্রমশ বাড়ছে। ডিজিট্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে যেভাবে সুবিধামতো আরও ভালভাবে ব্যক্তিবিশেষ খেলা দেখার অভিজ্ঞতা তৈরি হচ্ছে দেশে, সেই জায়গায় দাঁড়িয়ে জিও সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে।' পাশাপাশি জিও সিনেমার পক্ষ থেকে জানানো হয়েছে, 'স্টার ক্রিকেটার ও ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা জিও সিনেমার শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন। খেলার দেখার ধরণ-ধারণ বদলে দিতে ক্রমশ সবার খুব কাছের হয়ে উঠছে জিও সিনেমা। যে কাজে আরও সাহায্য করবে রোহিতের উপস্থিতি।'
আরও পড়ুন- চার শিকারে বড় লাফ, পাঞ্জাব বধের নায়ক হয়ে পার্পল টুপি দখলে নিলেন সিরাজ