India Cuts Import Duty: বৈদ্যুতিন গাড়ি ও মোবাইল ফোনের ব্যাটারি নির্মাতা সংস্থাগুলিকে এবার স্বস্তি দিল কেন্দ্র সরকার। এবার থেকে এই দুই ধরনের ব্যাটারি নির্মাণে ব্যবহৃত যন্ত্রাংশের উপরে আমদানি কর একেবারে বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার এই ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, দেশীয় পণ্যের প্রচার ও রফতানি প্রতিযোগিতা জোরদার করার জন্য এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাপকতর অর্থে কর কমানোর একটি ক্ষুদ্র প্রয়াস এটি যার ফলে ট্যারিফের সম্ভাব্য প্রভাব কমানো যায় দেশে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে অর্থ বিল পাশ হওয়ার আগে বলেন, দেশীয় উৎপাদনের পাশাপাশি রফতানির প্রতিযোগিতা বাড়াতে এখন কাঁচামালের উপর থেকে এই ধরনের কর প্রত্যাহার করে দেওয়া হচ্ছে। এটি লক্ষণীয় যে, সংবাদসূত্রে এর আগে ট্রাম্প সরকারের সঙ্গে চলমান আলোচনার প্রথম দফায় ভারত সরকার প্রায় ১.৯ লক্ষ কোটি টাকার আমেরিকান আমদানির অর্ধেকেরও বেশি কর কমানোর কথা বিবেচনা করছে।

বৈদ্যুতিন গাড়ির বিষয়ে কেন্দ্র সরকারের নেওয়া সিদ্ধান্তের কারণে বৈদ্যুতিন গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহৃত ৩৫টি পণ্যে কোনও আমদানি কর ধার্য করা হবে না। আর অন্যদিকে মোবাইল ফোনের ব্যাটারি নির্মাণে ব্যবহৃত ২৮টি যন্ত্রাংশের উপরেও আর কোনও আমদানি কর ধার্য হবে না।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে তিনি ২ এপ্রিল থেকে পারস্পরিক কর ঘোষণা করেছিলেন। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারত আমেরিকান পণ্যের উপরে কর ছাড়ের ইঙ্গিত দিয়েছে। আমেরিকা থেকে ভারতে আসা আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে ব্যাপক আলোচনার আশা করা হচ্ছে। এই অবস্থায় দেশীয় উৎপাদন বাড়াতে এটি সরকারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি

গত সপ্তাহে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে দেশীয় উৎপাদন বাড়াতে কাঁচামালের আমদানি কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এখন ইভি ব্যাটারি ও মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত ব্যাটারির উপর থেকে আমদানি কর কমানো হয়েছে। এর ফলেই দেশে বৈদ্যুতিন গাড়ির দাম কমে যেতে পারে। ফলে গ্রাহকরা অনেক বেশি স্বস্তি পেতে পারেন এবার। এর পাশাপাশি নির্মলা সীতারামন আরও জানান যে এবার থেকে দেশে রফতানির পরিমাণ বাড়ানো হবে, বাণিজ্য আরও সহজতর করা হবে এবং তা সাধারণ মানুষকে স্বস্তি দেবে।