Vodafone Idea: আর্থিক সঙ্কেটের থাকা দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়ার জন্য স্বস্তির খবর। সরকার কোম্পানিকে বকেয়া এজিআর-এর সুদের পরিমাণ শেয়ারে রূপান্তর করতে সম্মতি দিয়েছে। ভোডাফোন আইডিয়ার সুদের পরিমাণের জন্য সরকারের কাছে ১৬১৩৩ কোটি টাকা বকেয়া রয়েছে।
Vodafone Idea: সরকারের এই সিদ্ধান্তের পর Vodafone Idea প্রতিটি ১০ টাকার ১৬৩৩ কোটি শেয়ার ইস্যু করবে। এই বকেয়া ঋণকে শেয়ারে রূপান্তর করার পরে, ভোডাফোন আইডিয়াতে সরকারের অংশীদারিত্ব ৩৩ শতাংশের কাছাকাছি হবে। এর সঙ্গে কোম্পানিতে প্রোমোটার বা মালিকপক্ষের অংশীদারিত্বও ৭৪.৯৯ শতাংশ থেকে ৫০ শতাংশের নিচে নেমে আসবে। সরকারকে ভোডাফোন আইডিয়াতে ১০ টাকা মূল্যে শেয়ার দেওয়া হবে, তবে শুক্রবার, ভোডাফোন আইডিয়ার শেয়ার ৬.৮৫ টাকায় বন্ধ হয়েছে। অর্থাৎ সরকার যে হারে শেয়ার ইস্যু করছে তার থেকে ৩১ শতাংশ কম লেনদেন হচ্ছে।
Vodafone Idea: বর্তমানে ভোডাফোন আইডিয়া ঋণের বোঝায় নিমজ্জিত একটি কোম্পানিতে পরিণত হয়েছে। এই কোম্পানি চালাতে এখন বিশাল পুঁজির প্রয়োজন। কিন্তু কোম্পানির প্রোমাটার বা মালিকপক্ষ এখন পুঁজি বিনিয়োগের কথা ভাবছে না। প্রোমোটারদের ওই একরোখা মনোভাব নিয়েই যাবতীয় সমস্যা সৃষ্টি হয়। পরবর্তীকালে সরকার সাফ জানিয়ে দেয়, যতক্ষণ না প্রোমোটাররা মূলধন বিনিয়োগ করবে ততক্ষণ বকেয়া ঋণের বদলে কোম্পানির শেয়ার নেবে না সরকার। এরপর বকেয়া ঋণ শেয়ারে রূপান্তরের বিষয়টি এক বছর ধরে আটকে ছিল। সম্প্রতি কোম্পানিটির কর্মকর্তারা টেলিকম ও অর্থ মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করেছেন, যার পর সরকার ঋণকে শেয়ারে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রথমে কোম্পানির প্রোমোটাররা হাল ফেরাতে মাত্র ২,০০০ থেকে ৩০০০ কোটি টাকার মূলধন জোগাতে চায়। যা কোম্পানিকে পুনরুজ্জীবিত করার জন্য অপর্যাপ্ত বলে মনে হয় সরকারের। পরবর্তীকালে Vodafone Idea আরও ভালভাবে কাজ করার জন্য ৪০,০০০ থেকে ৪৫,০০০ কোটি টাকার প্রয়োজন পড়ে৷ এর ৫০ শতাংশ যদি ব্যাঙ্ক থেকে ঋণ হিসেবে পাওয়া যায়, তাহলে বাকি টাকা প্রোমোটারকে জমা দিতে হবে।
প্রোমোটারের তহবিল ছাড়া কোনও বিনিয়োগকারী কোম্পানিতে বিনিয়োগ করবে না বা কোনও ব্যাঙ্ক কোম্পানিকে সমর্থন করতে এগিয়ে আসবে না। এখন কোম্পানিটি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকেও অর্থ সংগ্রহ করতে পারছে না। কারণ এই বিনিয়োগকারীরা চায় সরকার প্রথমে কোম্পানিতে অংশ নিক।তারপরই কোনও ভোডাফোন আইডিয়ায় বিনিয়োগ নিয়ে এগিয়ে আসবে অন্যরা।
ডিসেম্বরে, কোম্পানিটি ১৫,০০০ থেকে ১৬,০০০ কোটি টাকার ঋণের জন্য দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI-এর কাছে আবেদন করেছিল। তবে ভোডাফোন আইডিয়ায় সরকারের অংশীদারিত্বের বিষয়ে ব্যাঙ্ক কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়েছিল। টাওয়ার কোম্পানির কাছেও পাওনা রয়েছে কোম্পানিটির।
SBI Update: চিন্তায় SBI! আদানি গোষ্ঠীকে ২৭,০০০ কোটি ঋণ দিয়েছে ব্যাঙ্ক