কলকাতা: 'তোমার আর কিচ্ছু ফিল হয় না.. শুধু ভয় ফিল হয়..' ট্রেলারে এই সংলাপ শোনা গিয়েছিল অন্বেষার গলায়। পরমা নেওটিয়া পরিচালিত নতুন ছবি 'মিথ্যে প্রেমের গান'-এ এক সুরেলা প্রেমের গল্পের নায়িকা হিসেবে পাওয়া যাবে ইশা সাহা (Ishaa Saha) -কে। কিন্তু ব্যক্তিগত জীবনে কীসে ভয় পান অভিনেত্রী?                                                                                                                           


এবিপি লাইভের প্রশ্নের উত্তরে ইশা বলছেন, 'জীবনটা এত বেশি পাবলিক হয়ে গিয়েছে, ভয় হয় নিজেকে কতদিন আটকে রাখতে পারব। আমি ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা নই। আমার মনে হয়, কিছু অনুভূতি ব্যক্তিগত থাকা দরকার। তাতে আমি, আমি থাকব। কিন্তু যত দিন যাচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে নিজেদের মেলে ধরছি, আমার ভয় করে, সোশ্যাল মিডিয়া আমার ঘরে না ঢুকে পড়ে। আরও একটা ভয় কাজ করে। নিজের শিকড়কে ভুলে যাওয়ার ভয়। আমি মাটিতে পা রেখে চলার চেষ্টা করি।'                             


আরও পড়ুন: Anirban Bhattacharyya Exclusive: শাহরুখ ভারতের শেষ বিগেস্ট সুপারস্টার, 'পাঠান' হিট হওয়া খুব দরকার ছিল: অনির্বাণ


নিজের ব্যক্তিগত জীবন আর সোশ্যাল মিডিয়াকে আলাদা রাখার উপায়? ইশা বলছেন, 'এখন ছবির প্রচার ভীষণভাবে সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর করে। সোশ্যাল মিডিয়াকে তাই আমি কেবল কাজের জন্যই ব্যবহার করার চেষ্টা করি। তবে আমার সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতে ভাল লাগে। করিও। সেটা দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখে। তবে, নিজের ব্যক্তিগত জীবনে কী ঘটছে সেটা আমি নিজের কাছে রাখতেই পছন্দ করে। কোথাও একটা সীমারেখা থাকা ভীষণ দরকার। কারণ মানুষ আমার ব্যক্তিসত্তাটাকে খুব বেশি জেনে গেলে আমি যে চরিত্রে অভিনয় করব তার সঙ্গে একাত্ম হতে পারবেন না আর। সেটা একজন অভিনেতা বা অভিনেত্রীর জন্য ভাল নয় মোটেই। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকলে আকর্ষণ আর ম্যাজিকটা বজায় থাকবে।'