Cyber Warning: কর্পোরেট সেক্টরে কোম্পানির মালিক বা কর্মী হলে আপনার চিন্তা বাড়াবে চ্যাটজিপিটি (ChatGPT)।  অন্তত তেমনই বলছে সাইবার ফার্মগুলি। জেনে নিন, কীভাবে ক্ষতি করতে পারে এই প্রযুক্তির হাতিয়ার।


ChatGPT Update: ইজরায়েলের এই কোম্পানি সতর্ক করেছে সবাইকে ? 
বর্তমানে চ্যাটজিপিটির সুবিধা নিতে ব্যস্ত সারা দুনিয়া। অনেক কর্পোরেট কোম্পানি এখন ChatGPT ব্যবহার করে তাদের কাজ সহজ করে নিচ্ছে। কোম্পানিতে কর্মরত কর্মচারীরাও সেই কারণে ব্যাপকভাবে ChatGPT ব্যবহার করছেন। যদিও কর্পোরেট সেক্টরে চ্যাটজিপিটির এই ব্যবহার নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে সাইবার ফার্মগুলি।


Tech News: কোথায় ক্ষতি হবে আপনার ?
সম্প্রতি এই বিষয়ে ব্লুমবার্গে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন। যেখানে বলা হয়েছে , কর্পোরেট সেক্টরে চ্যাটজিপিটি ব্যবহার করার আগে আপনার চিন্তা করা উচিত। কারণ ইসরায়েল-ভিত্তিক ভেঞ্চার ফার্ম টিম 8-এর একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ChatGPT-এর মতো জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে কোম্পানিগুলি গ্রাহকের গোপনীয় তথ্য ও 'কর্পোরেট সিক্রেট' চুরি করতে পারে। যার ফলে  মারাত্মক ক্ষতি হতে পারে কর্পোরেট দুনিয়ায়।


ChatGPT Problems: কোম্পানিগুলোর ওপর সাইবার হামলা হতে পারে
সম্প্রতি ব্লুমবার্গে প্রকাশিত হয়েছে এই প্রতিবেদন। ব্লুমবার্গ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এআই চ্যাটবটে প্রশ্নের হার ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে সংস্থাগুলিতে ডেটা ফাঁসের ঝুঁকি বৃদ্ধি পাবে । চ্যাটজিপিটির বিষেয় মূল আশঙ্কা, হ্যাকাররা এই চ্যাটবটগুলিতে সংবেদনশীল কর্পোরেট বিবরণ অ্যাক্সেস করতে বা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আরও উদ্বেগ বাড়াচ্ছে চ্যাটবটগুলির দেওয়া গোপনীয় তথ্য। মনে করা হচ্ছে, ভবিষ্যতে চ্যাটবটগুলিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এআই সংস্থাগুলি কর্পোরেট সেক্টর বা আপনার-আমার গোপন তথ্য় ব্যবহার করবে। যার ফলে ডেটা নিরাপত্তার কোনও নিশ্চয়তা থাকবে না।


Tech News: চ্যাটবট নিয়ে কেন এত চিন্তা ? 
বর্তমানে মাইক্রোসফ্ট কর্পোরেশন ও অ্যালফাবেট ইনকর্পোরেটেড প্রধান প্রযুক্তি সংস্থাগুলি চ্যাটবট ও সার্চ ইঞ্জিনগুলিকে উন্নত করতে জেনারেটিভ এআই ক্ষমতা যুক্ত করছে৷ এর জন্য তারা ব্যবহারকারীদের প্রশ্ন ব্যবহার করছে, যা তারা ইন্টারনেটে সার্চড বট থেকে নিচ্ছে। মনে করা হচ্ছে, চ্যাটবটকে জিজ্ঞাসা করা প্রশ্নগুলিও সংরক্ষণ করছে কোম্পানিগুলি। এই দিয়েই এআই-কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, একবার এআই বা চ্যাটবটের কাছে গোপনীয় বা ব্যক্তিগত ডেটা দেওয়া হলে তা মুছে ফেলা কঠিন।


আরও পড়ুন : 7th Pay Commission: ডিএ বাড়ানোর পর এবার বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার! ফের বেতন বাড়বে ?