Citroen C3 Price: কোম্পানি এসইউভি বলে তুলে ধরলেও Citron C3-কে মেনে নিতে সমস্যা হবে আপনার। দেখতে SUV-র মতো হলেও আদলে এটি একটি হ্যাচব্যাক। ইতিমধ্যেই বিভিন্ন অটো সাইটে দেখা গিয়েছে গাড়ির প্রোডাকশন মডেলের ছবি। কার ব্লগারদের ধারণা, দেশে তৈরি হবে Citroen C3। স্থানীয়করণের জন্য এই ক্রসওভার গাড়ির দাম অনেকটাই কম হবে। এর অর্থ হল C3 এর সেগমেন্ট বিবেচনা করে এর মূল্য নির্ধারণ করবে কোম্পানি। মাইক্রো এসইউভি শ্রেণিতে Citroen C3-র সঙ্গে টাটা পাঞ্চের তুলনা চলে।


কোন গাড়ি বড় বেশি? 
টাটা পাঞ্চের দৈর্ঘ্য 3827 এমএম ও Citroen C3-র  দৈর্ঘ্য 3980 এমএম। যদিও ভারতে এখনও আনুষ্ঠানিকভাবে গাড়ির সঠিক আয়তন প্রকাশ করেনি Citroen C3। Tatac Punch ও Citroen C3 দেখতে একই রকম। সামনের জন্য আলাদা হেডল্যাম্প/DRL রয়েছে দুই গাড়িতেই। তবে পাঞ্চ দেখতে একটু বেশি SUV-এর মতো। আমরা এখনও Citroen C3 দেখতে 
পাইনি।অটো সাইটগুলো সৌজন্যে তা এখনও ছবিতেই ঘোরাফেরা করছে। ক্ল্যাডিং, রুফ রেল ও আরও অনেক কিছুর মতো ডিজাইনের উপাদানগুলি থাকায় উভয় গাড়িই SUV। পাঞ্চের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 187 এমএম সেখানে Citroen C3-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 এমএম।


ভিতর থেকে দেখতে কেমন ? (What about the interiors)
দুই গাড়ির মধ্যে পাঞ্চকে এককথায় 'ফুললি লোডেড কার' বলতে পারেন। এর অর্থ হল আপনি একটি 7-ইঞ্চি টাচ স্ক্রিন, কানেকটেড কার টেকনোলজি, ক্রুজ কন্ট্রোল, অটো হেডল্যাম্প, পার্টলি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, রেয়ার ভিউ ক্যামেরা ও আরও অনেক কিছু পাবেন। Citroen C3 তে একটি 10-ইঞ্চি টাচ স্ক্রিন, স্পোর্টস মোড, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল পাবেন না। Citroen C3 একটি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পায়। পাঞ্চের হুইলবেস 2445mm সেখানে Citroen C3-এর  2540mm৷  পাঞ্চে পাবেন ফ্ল্যাট ফ্লোর । দেখতেও  বড় তাই প্রতিযোগিতা বেশি।


দুই গাড়ির ইঞ্জিন
Citroen C3 -তে  একটি 1.2L 3-সিলিন্ডার পেট্রল বা একটি 5-স্পিড ম্যানুয়াল অথবা 7-স্পিড ডুয়াল ক্লাচ ইউনিট সহ টার্বো পেট্রল সংস্করণ পাওয়া যাবে। Punch -এ কেবল 1.2L পেট্রলের সাথে একটি AMT বা ম্যানুয়াল গিয়ারবক্স বিকল্প পাবেন। তবে পাঞ্চে AMT জন্য ট্র্যাকশন প্রো মোড ইত্যাদির মতো আরও বৈশিষ্ট্য সহ অফ রোড পাওয়ারের ফিচার রয়েছে।


দুই গাড়ির দাম
পাঞ্চের দাম 5.6 থেকে 8.9 লক্ষ টাকা পর্যন্ত। আমরা আশা করি, Citroen C3 এর দাম প্রায় 5.5 লক্ষ টাকা হবে। তাহলে আপনি কোন SUV পাবেন? পাঞ্চটি অফ-রোডের জন্যও উপযুক্ত, এতে আরও বৈশিষ্ট্য রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার Citroen C3-এর দামের অপেক্ষায় সবাই।।