সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আয় ব্যয়ের হিসেব না দেওয়ার অভিযোগ। এবার পুরভোটে প্রার্থী হতে পারছেন না উত্তর ২৪ পরগনার বারাসাত পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কোঅর্ডিনেটর দীপক দাশগুপ্ত। নেপথ্যে চক্রান্ত আছে বলে প্রতিক্রিয়া তৃণমূল নেতার। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
‘আগের পুরভোটে হিসেব দেননি আয় ব্যয়ের। জবাব দেননি শোকজেরও।’ যার জেরে এবারের ভোটে প্রার্থী হতে পারবেন না, উত্তর ২৪ পরগনার বারাসাত পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কোঅর্ডিনেটর দীপক দাশগুপ্ত। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর।
বৃহস্পতিবার বকেয়া পুরসভাগুলির ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। বিভিন্ন জায়গায় যখন প্রার্থীতালিকা নিয়ে তৎপরতা চলছে, তখনই বারাসাতের তৃণমূল নেতা জানতে পারলেন, এবার আর ভোটে লড়াই করতে পারবেন না তিনি।
বারাসাত পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কোঅর্ডিনেটর দীপক দাশগুপ্তের কথায়, পুরসভা থেকে ফোন আসে আমার কাছে, পুরসভা জানায় তাদের কাছে পরশু চিঠি আসে, সেই চিঠিতে উল্লেখ করা আছে শোকজের জবাব দিতে হবে, মনে হচ্ছে এরমধ্যে চক্রান্ত আছে, সবকিছু দেখে ব্যবস্থা নেব।
২০১৫-র পুরভোটে ৯ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের হয়ে লড়াই করে জিতেছিলেন দীপক দাশগুপ্ত। ৬ মাস আগে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূলের তরফে জানানো হয়েছে, দীপক দাশগুপ্তকেই ফের প্রার্থী করার ঠিক ছিল। কিন্তু তিনি নথি জমা না দেওয়ায় তা আর সম্ভব হচ্ছে না।
বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অশনি মুখোপাধ্যায়ের কথায়, নথি উনি খুঁজে পাচ্ছে না, তাই জমা দিতে পারেননি, দুঃখজনক হলেও উনি প্রার্থী হতে পারছেন না।
আর এনিয়েই শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। এর আগে আয় ব্যয়ের হিসেব না দেওয়ার অভিযোগে, পশ্চিম মেদিনীপুরে বাতিল হয়েছে বিজেপির সম্ভাব্য তালিকায় থাকা বেশ কয়েকজন প্রার্থীর নাম। এবার একই কারণে প্রার্থী হতে পারছেন না বারাসাতের ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কোঅর্ডিনেটর।