Share Market: বাজারে স্টকের দাম ওঠানামা তো করেই। যারা বিনিয়োগ করেন তাঁদের কিছু ঝুঁকি থেকেই যায়। তবে এমন কিছু কিছু সংস্থা রয়েছে যারা তাদের ব্যবসায় লাভ হলে সেই লাভের অংশ ডিভিডেন্ড হিসেবে বিনিয়োগকারীদের মধ্যে দিয়ে দেয়। ডিভিডেন্ড (Dividend Paying Stock) পেতে কার না ভাল লাগে, একটা বাড়তি উপার্জন। কিন্তু জানেন কি রাষ্ট্রায়ত্ত্ব এমন কিছু কিছু সংস্থা আছে যার স্টকেও বিপুল ডিভিডেন্ড মিলেছে বিগত বছরে। অনেকেই এই স্টকগুলিকে নিরাপদ বিনিয়োগ হিসেবে মনে করেন।


ওএনজিসি হোক বা ইন্ডিয়ান অয়েল, পাওয়ার গ্রিড কর্পোরেশন দেখে নেওয়া যাক বিগত বছর কোন কোন এমন স্টকে মিলেছে বিপুল ডিভিডেন্ড।


Coal India


ভারতের কয়লা উত্তোলনকারী এই সংস্থার স্টক এই তালিকায় সবার উপরে। বিগত অর্থবর্ষে এই স্টকটি ৬.৪ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে অর্থাৎ দামের হিসেবে ২০২৩ সালে শেয়ার পিছু ২৪.৩ টাকা ডিভিডেন্ড দিয়েছে কোল ইন্ডিয়া। উন্নত উৎপাদন ব্যবস্থা, বেশি সেলস এর মুনাফার মূল স্তম্ভ। এর ডিভিডেন্ড ইল্ড ও খুবই ভাল। বিগত ৮ বছরে এই প্রথম কোল ইন্ডিয়ার শেয়ার ইন্ট্রাডেতে ৪০০ টাকার সীমা পেরিয়ে গিয়েছিল ২০ জানুয়ারি।


ONGC এবং Oil India


এই দুটি PSU স্টকেরই ডিভিডেন্ড ইল্ড যথাক্রমে ৫.৫ শতাংশ এবং ৫.৪ শতাংশ। উৎপাদনের মাত্রা ক্রমে ক্রমে বেড়ে যাওয়ায় এই সংস্থাদুটির শেয়ারের দামও বেড়ে গিয়েছে এবং একটি নির্দিষ্ট হারে ডিভিডেন্ড দিয়ে এসেছে এই দুই সংস্থা। শুক্রবারের বাজারেও ONGC-র শেয়ারের দাম বেড়েছিল প্রায় ৩.৬৬ শতাংশ।


Power Grid Corporation


আরেকটি ভরসাযোগ্য PSU স্টক এই পাওয়ার গ্রিড কর্পোরেশন যার ডিভিডেন্ড ইল্ড ৪.৫ শতাংশ। ভারতের মধ্যে শক্তি উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে এই সংস্থা একেবারে প্রথম সারির। গত ত্রৈমাসিকে পাওয়ার গ্রিড কর্পোরেশন শেয়ার পিছু ৪ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছিল।


Petronet LNG


তেল ও গ্যাস উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম এই পেট্রোনেট সংস্থাও বিগত বেশ কয়েক বছর ধরে ভাল ডিভিডেন্ড দিয়েছে। এর ডিভিডেন্ড ইল্ড ৪.৫ শতাংশ। ২০২৩ সালে এই সংস্থার স্টকে শেয়ার পিছু ১০ টাকা ডিভিডেন্ড দেওয়া হয়েছিল।


এছাড়াও আরও কিছু PSU স্টক রয়েছে যেগুলি নির্দিষ্ট রীতিতে ভাল ডিভিডেন্ড দিয়ে এসেছে। তাঁর মধ্যে রয়েছে গুজরাট স্টেট ফার্টিলাইজার, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি, চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন ইত্যাদি।


(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)


আরও পড়ুন: Post Office Schemes: ৮ শতাংশের বেশি সুদ, কম সময়ে বেশি লাভ পাবেন এই স্কিমগুলিতে