Business News: ভারতের অন্যতম ফাস্ট-গ্রোয়িং প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলির মধ্যে প্রথম সারির ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank), এবার টাটা মোটরসের সঙ্গে হাত মেলাল। টাটা মোটরসের বাণিজ্যিক গাড়ির ক্রেতাদের আর্থিক সুবিধে দেওয়া বা ঋণের ব্যবস্থা করে দেওয়ার সহজ সমাধান দিতেই টাটা মোটরস এবং বন্ধন ব্যাঙ্কের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে টাটা মোটরসের ক্রেতাদের কাছে ফিনান্সের সহজ সমাধান নিয়ে হাজির হবে বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank), দেশের মধ্যে প্রায় সর্বত্র ছড়িয়ে থাকা এই ব্যাঙ্কের হাত ধরে উপকৃত হবেন ক্রেতারা, সহজে ঋণ শোধের সুবিধেও পাবেন।


কী জানাল বন্ধন ব্যাঙ্ক


বন্ধন ব্যাঙ্কের কনজিউমার লেন্ডিং ও মর্টগেজের হেড সন্তোষ নায়ার এই যৌথ উদ্যোগের প্রসঙ্গে জানান যে, টাটা মোটরসের (Tata Motors) সঙ্গে হাত মিলিয়ে ক্রেতাদের ফিনান্সিংয়ের সহজ সমাধান এনে দেওয়ার জন্য বন্ধন ব্যাঙ্ক খুবই খুশি। এর মাধ্যমে বাণিজ্যিক গাড়ির ক্রেতাদের কাছে বন্ধন ব্যাঙ্ক তাঁদের সমস্ত সুযোগ-সুবিধে নিয়ে হাজির হতে পারবে এবং এর মাধ্যমেই ফিনান্সিয়াল বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ডেডিকেশন প্রমাণ করেছে বন্ধন ব্যাঙ্ক। এই যৌথ উদ্যোগের মাধ্যমে তাঁর আশা যে ভবিষ্যতে বন্ধন ব্যাঙ্ক আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, ব্যবসা আরও ভাল হবে।


টাটা মোটরসের তরফে কী জানা গেল


অন্যদিকে টাটা মোটরসের ট্রাকের বিজনেস হেড মি. রাজেশ কল জানান, 'এই মৌয়ের মাধ্যমে বন্ধন ব্যাঙ্কের সঙ্গে যৌথ উদ্যোগের কথা জানাতে খুবই আনন্দ বোধ করছি। ক্রেতাদের কাছে ফিনান্সিং-এর সমাধান নিয়ে আসার ক্ষেত্রে এটা একটা বড় উদ্যোগ। আমাদের মূল্যবান বাণিজ্যিক যানবাহনগুলির ক্রেতাদের কাছে আরও বেশি সুবিধে এবং আরও সহায়তার জন্য উন্মুখ হয়ে আছি আমরা।'


টাটা মোটরসের বাণিজ্যিক গাড়ির ব্যবসা


সাব ১-টন থেকে ৫৫ টন পর্যন্ত কার্গো গাড়ি নির্মাণ করে টাটা মোটরস, এছাড়া ১০ সিটার থেকে ৫১ সিটারের মাস-মোবিলিটি গাড়িও নির্মাণ করে এই সংস্থা। ছোটখাটো বাণিজ্যিক গাড়ির থেকে শুরু করে ট্রাক, বাস ইত্যাদি নির্মাণেও অগ্রণী ভূমিকা নেয় টাটা মোট্রস। প্রশিক্ষিত স্পেশালিস্টের সহায়তায় দেশজুড়ে ২৫০০টি টাচ পয়েন্ট তৈরি করেছে টাটা মোটরস যেখানে বাণিজ্যিক গাড়ির জন্য খুব সহজেই টাটার জেনুইন পার্টস পাওয়া যায়।


বন্ধন ব্যাঙ্কও (Bandhan Bank) বেশ কয়েক বছরের মধ্যেই ধীরে ধীরে SME ঋণ, গোল্ড লোন, পার্সোনাল লোন, অটো লোন ইত্যাদি সুবিধে চালু করেছে নিজের পোর্টফোলিওতে। বর্তমানে টাটা মোটরসের সঙ্গে হাত মিলিয়ে তারা বাণিজ্যিক গাড়ির জন্য ঋণ দেওয়াও শুরু করেছে।  


আরও পড়ুন: Yes Bank: ৪০ শতাংশ বাড়ার পরেই ফের পতন ইয়েস ব্যাঙ্কের শেয়ারে, হোল্ড করবেন নাকি বেচে দেবেন ?