Science News: মঙ্গলে মানুষ পাঠানোর কথা অনেক আগেই ঘোষণা করেছিলেন এলন মাস্ক। ইতিমধ্যে চাঁদের মাটিতে স্যাটেলাইট স্থাপনের প্রয়াসও প্রায় তৈরি। কেউ কেউ মাস্ককে জিনিয়াস বলেন, আবার কেউ বলেন খামখেয়ালি মানুষ। এর মধ্যে অনেকবার মঙ্গলে মানুষ (SpaceX Mars Mission) পাঠানোর ব্যাপারে কথা বলেছেন এলন মাস্ক। তাহলে আবার কি খেয়াল হল তাঁর ? মঙ্গল অভিযান নিয়ে নতুন কী বার্তা দিলেন তিনি ?
রবিবার ১১ ফেব্রুয়ারি নিজের এক্স হ্যান্ডলে এলন মাস্ক লেখেন, 'আমরা লক্ষ লক্ষ মানুষকে মঙ্গলে নিয়ে যাওয়ার জন্য একটা গেম প্ল্যান করেছি'। আর তাঁর এই পোস্টেই উত্তাল হয়ে ওঠে নেটপাড়া। স্পেস এক্সের সিইও এলন মাস্ক এক্স হ্যান্ডলে একটি পোস্টের উত্তরে এও লেখেন যে, স্টারশিপ এমন একটি রকেট যা এখনও পর্যন্ত নির্মিত আকারে বড় রকেট এবং আমরা প্ল্যান করছি এই স্টারশিপেই মঙ্গলে যাওয়া হবে।
মাস্ক এক্স হ্যান্ডলে আরও লেখেন, 'সভ্যতা এতটাই এগিয়ে যাবে ধীরে ধীরে যে একটা সময় মনে হবে পৃথিবী থেকে মঙ্গলে যাওয়া দেশের মধ্যে বিমানে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মত। এই ঘোষণার পর থেকেই মাস্কের আগের বলা কথার সঙ্গে মিলিয়ে মঙ্গলে অভিযানের (SpaceX Mars Mission) প্রয়াসের বিষয়ে আরও স্পষ্ট ধারণা খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। আগামী ৫০ বছরের মধ্যেই স্পেস এক্স ড্রাগন স্পেসশিপে চড়ে মহাকাশচারীরা পৃথিবী থেকে আরও অনেক দূরে, বলা ভাল সবথেকে দূরে যেতে পারবেন অনায়াসে। আর মঙ্গলের মাটিতে মানুষের থাকার ব্যবস্থা করার জন্য আরও অনেক কাজ করা বাকি আছে।
এর আগে স্টারশিপের মঙ্গল অভিযানের (SpaceX Mars Mission) বিষয়ে যখন জিজ্ঞেস করেছিলেন নেটিজেনরা, তখন মাস্ক জানিয়েছিলেন যে আগামী ৫-৮ বছরের মধ্যেই চাঁদের মাটিতে পা রাখবে স্পেস এক্স। এমনকী চাঁদের মাটিতে মানুষও পাঠাতে পারবে তাঁরা, এমনটাই দাবি করেছিলেন এলন মাস্ক। অনেক আগে এক্স হ্যান্ডলে তিনি এও লিখেছিলেন যে, মানুষের অবশ্যই চাঁদের মাটিতে নিজস্ব কিছু জমি থাকা উচিত, তারপর মঙ্গলে মানুষকে পাঠানোর কথা ভাবা উচিত। স্পেস স্টেশনের বাইরেও হয়ত অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা সবই দেখব। সবই আবিষ্কার করব।
কিছুদিন আগেই মানুষের মস্তিষ্কে ওয়্যারলেস চিপ বসানোর কাজে সফল হয়েছে এলন মাস্কের সংস্থা নিউরালিঙ্ক। সমাজমাধ্যমে এলন মাস্ক এ বিষয়ে লিখেছিলেন, 'প্রথমবার মানবদেহে প্রতিস্থাপন কার্য সম্পন্ন করল নিউরালিঙ্ক। ওই ব্যক্তি সেরে উঠছেন। প্রাথমিক পর্যায়ে নিউরন থেকে সাড়াও মিলেছে'।