Investment Tips: লক্ষ লক্ষ ভারতীয়র কাছে কোটিপতি হওয়া একটা স্বপ্ন। দূরবর্তী স্বপ্ন হলেও স্মার্ট আর্থিক পরিকল্পনা থাকলে এই স্বপ্ন সত্যিই একদিন বাস্তুবায়িত হতে পারে। জনপ্রিয় টেলিভিশন গেম শো কৌন বনেগা ক্রোড়পতিতে গিয়ে কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে না, বরং নিয়ম মেনে কিছু বিনিয়োগ করে চললেই ৩০ বছরের মধ্যেই আপনি কোটিপতি হয়ে উঠতে পারেন। অমিতাভ বচ্চনের সঞ্চালনায় এই শো আবার ১৭তম সিজন নিয়ে শুরু হয়েছে সনি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলে। এই শোয়ের মত আপনিও চাইলে কোটিপতি হতে পারেন সামান্য বেতনেও।
আপনার বিনিয়োগ ইকুইটিতে থাকুক বা সোনা, প্রতিটি বিনিয়োগের মাধ্যমেই নিয়মানুবর্তিতার সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে বিনিয়োগ করে গেলে ১ কোটি টাকার ফান্ড গড়া সম্ভব হবে। এর জন্য দরকার আর্থিক শৃঙ্খলা আর ধারাবাহিক বিনিয়োগ। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষমতার কারণে আপনি সহজেই কোটিপতি হয়ে যেতে পারবেন। প্রথমে এটি একটি কঠিন কাজ বলে মনে হতে পারে, কিন্তু মাসে ৩৫ হাজার টাকার বেতন থাকলেও আপনি ১ কোটি টাকা জমানোর পরিকল্পনা সফল করতে পারেন।
কোথায় বিনিয়োগে কত রিটার্ন
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ
আপনি যদি মাসে ২০ হাজার টাকা করে জমান এবং ১২ বছর ধরে এই টাকা জমিয়ে যান, তাহলে গড় ১২ শতাংশ বার্ষিক রিটার্নের হিসেবে আপনি মোট ২৮ লক্ষ ৮০ হাজার টাকা জমিয়েই রিটার্ন পাবেন ৬৪ লক্ষ ৪৫ হাজার ৪৩ টাকা।
সোনায় বিনিয়োগ
মাসে ১০ হাজার টাকা সোনাতেও যদি আপনি একই সময়ে অর্থাৎ ১২ বছর ধরে বিনিয়োগ করেন এবং বার্ষিক ১০ শতাংশ হারে রিটার্ন পান, তাহলে আপনি মোট ১৪ লক্ষ ৪০ হাজার টাকা বিনিয়োগ করেই মুনাফা পাবেন ২৭ লক্ষ ৮৭ হাজার ৪১৫ টাকার।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড
নিশ্চিত রিটার্নের আশায় আপনি ১৫ শতাংশ সুদের হারে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে প্রতি মাসে ৫ হাজার টাকা জমালে ১৫ বছরে তা হয়ে যাবে ১৬ লক্ষ ৮ হাজার ১২০ টাকা।
এই তিন বিনিয়োগ মিলিয়ে ১৫ বছরে আপনার হাতে আসবে ১ কোটি ৮ লক্ষ ৪০ হাজার ৫৭৮ টাকা। তবে এই হিসেবে সবথেকে বড় ত্রুটি হল এখানে ৩৫ হাজার টাকা বেতনের পুরো টাকাটাই বিনিয়োগের কথা বলা হয়েছে। সাধারণত সেটি সম্ভব নয়, ফলে এখানে বর্ণিত কল্পিত বিনিয়োগের অনুপাত অনুসারে যদি মাসে ১০ হাজার টাকা করেও বিনিয়োগ করা যায়, তাহলে ৩০ বছরের মধ্যেই আপনি কোটিপতি হতে পারেন।
মিউচুয়াল ফান্ডে ১২ শতাংশ রিটার্ন হিসেবে ধরলে মাসে ১০ হাজার টাকার এসআইপিতে আপনি মাত্র ২১ বছরেই ১ কোটি টাকা জমাতে পারবেন। রিটার্নকে বা বিনিয়োগকে সুরক্ষিত করতে আপনি সোনাতেও বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি ৮ হাজার টাকার SIP মিউচুয়াল ফান্ডে করেন আর ২ হাজার টাকা করে মাসে মাসে সোনায় বিনিয়োগ করেন তাহলে ৯৯ লক্ষ ৬২ হাজার টাকা জমাতে পারেন ২১ বছরে যা প্রায় ১ কোটি টাকার সমান।