কলকাতা: বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড়সড় গোলযোগ। ক্রাউডস্ট্রাইকের (CrowdStrike) প্রযুক্তিগত ত্রুটির জেরে গোটা বিশ্বে মুখ থুবড়ে পড়েছিল পরিষেবা। দীর্ঘ সময় ধরে টানা কাজের পরে আপাতত পরিস্থিতি অনেকটাই সামলে আনা হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট (Microsoft Outage) এবং ক্রাউডস্ট্রাইক। এই পরিস্থিতিতেই ১৯ জুলাই ভারচীয় সময় রাত ৯টা ২৯ মিনিটে X হ্যান্ডেলে মুখ খুললেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। 


কী লিখেছেন মাইক্রোসফটের সিইও:


X হ্যান্ডেলে সত্য নাদেলা লেখেন, 'গতকাল CrowdStrike একটি আপডেট বের করেছিল  যা গোটা বিশ্বের আইটি সিস্টেমকে প্রভাবিত করেছিল। আমরা বিষয়টি নিয়ে ওয়াকিবহাল, ক্রাউডস্ট্রাইকের সঙ্গে আমরা কাজ করছি। সর্বক্ষেত্রে গ্রাহকদের প্রযুক্তিগত সহায়তা করা হচ্ছে তাদের সিস্টেমকে অনলাইনে আনার জন্য।'



বিমান সংস্থাগুলির সার্ভারে সমস্যা হওয়ায় থমকে যায় টিকিট বুকিং। একের পর এক উড়ান বাতিল হতে থাকে। কোথাও কোথাও হাতে লেখা বোর্ডিং পাস দিতে হয়েছে যাত্রীদের। আমেরিকায় ২০০টিরও বেশি উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে। বার্লিন বিমানবন্দরে বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ হয়ে যায়। চেক-ইন করা যায়নি সিঙ্গাপুর বিমানবন্দরে। স্পেনেরও সব বিমানবন্দরে বন্ধ হয়ে যায় ওয়েব চেক-আউট প্রভাব পড়েছিল দুবাইয়ের বিমানবন্দরেও। জার্মানিতে ব্যাঙ্ক, টেলিকম এবং মিডিয়া পরিষেবার ক্ষেত্রেও প্রভাব পড়েছিল। ব্রিটেন এবং জার্মানিতে ব্যাহত হাসপাতালের পরিষেবাতেও।  ব্রিটেনে ধাক্কা খেয়েছে ট্রেন পরিষেবা। বন্ধ হয়েছিল লন্ডনের স্টক এক্সচেঞ্জ। আমেরিকায় 911 পরিষেবাও পুরোপুরি বন্ধ হয়ে যায়।


এলন মাস্কের পোস্ট: 
সত্য নাদেলার এই পোস্টের পরেই x হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন X-এর মালিক এলন মাস্ক। তিনি লিখেছেন, 'এই সমস্যা অটোমেটিভ সাপ্লাই চেনকে কাঁপিয়ে দিয়েছে।' 



 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশ, জেলে হামলা-আগুন! পালালেন অন্তত ১০০ বন্দি