নয়াদিল্লি: দেশের আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগের কারণ হতে পারে ক্রিপ্টোকারেন্সি। এবার সরাসরি ডিজিটাল মুদ্রার নেতিবাচক দিক নিয়ে মুখ খুললেন রিজার্ভ ব্যাঙ্কের(Reserve Bank of India)গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। RBI গভর্নরের আশঙ্কা, ভারতের ম্যাক্রো ইকোনমিক লেভেলে অস্থিরতা সৃষ্টি করবে ক্রিপ্টোকারেন্সি।


Crypto craze in India: ভারতে কী অবস্থা ক্রিপ্টোর ?
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বলছে, বিশ্বের বহু দেশের মতোই ভারতেও বাড়ছে ক্রিপ্টোকারেন্সির চাহিদা। মূলত, রিটেইল সেক্টরে থাবা বসিয়েছে এই ডিজিটাল কারেন্সি। শেয়ার মার্কেটের পাশাপাশি এখন বহু বিনিয়োগকারীর ক্রিপ্টোর দিকে ঝুঁকছেন। দেশবাসীর এই প্রবণতা দেখেই সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ক্রিপ্টো নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও দেশের আর্থিক পরিস্থিতির উন্নতি নিয়ে আশা প্রকাশ করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। তিনি জানান, কোভিডকালের ঝুঁকি থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি এখন সঠিক দিশায় এগোচ্ছে।


India Cryptocurrency Ban: ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করবে ভারত ?
দেশে ক্রিপ্টোকারেন্সির নেতিবাচক প্রভাবের কথা আশঙ্কা করে আগেই তা নিষিদ্ধ করার পথে হেঁটেছিল ভারত। সেই অনুযায়ী দেশে ক্রিপ্টোর ট্রেডিংয়ে নিষেধাজ্ঞা জারি করে RBI। যদিও কেন্দ্রীয় ব্যাঙ্কের সেই নিষেধাজ্ঞা খারিজ করার পর দ্রুত হারে বাড়ছে ক্রিপ্টোকারেন্সির চাহিদা।২০১৯ সালের জুলাইয়ে ভারতে বিটকয়েন-সহ সমস্ত ক্রিপ্টোকারেন্সির লেনদেন বন্ধ করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে নির্দেশিকা পাঠিয়ে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছিল, ক্রিপ্টোকারেন্সি লেনদেন করে এমন কোনও অ্যাপে টাকা ট্রান্সফার করতে পারবে না কোনও ব্যাঙ্ক। তার ফলে সরাসরি ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ না হলেও এর লেনদেন বন্ধ হয়ে যায় ভারতে।  


India on Cryptocurrency: দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় আঘাত হানতে পারে ক্রিপ্টোকারেন্সি। বেগতিক দেখে আগেভাগেই এই ডিজিটাল বা ভার্চুয়াল কারেন্সিতে নিয়ন্ত্রণ আনতে চাইছে সরকার। শোনা যাচ্ছে, শীঘ্রই এই নিয়ে কোনও আইন জারি করতে পারে কেন্দ্র। এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারিক ছাড়াও বাণিজ্য মহলের সঙ্গে আলোচনা করছে সরকার। রাজধানীর রাজনীতিকরা বলছেন, কড়া আইন না আনা হলেও জনগণের স্বার্থে ক্রিপ্টোর ট্রেডিংয়ে কিছু বিধিনিষেধ জারি হতে পারে।