চেন্নাই: শিরোনামে টিপি চত্রম পুলিশ স্টেশনের ইনস্পেক্টর রাজেশ্বরী। বেশ কিছুদিন ধরেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন তামিলনাড়ুর একাধিক অঞ্চল। তারই মধ্যে আটকে পড়া এক অচৈতন্য ব্যক্তিকে নিজের কাঁধে তুলে অটোরিক্সা পর্যন্ত পৌঁছে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন ইনস্পেক্টপ রাজেশ্বরী। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
গোটা ঘটনায় রাজেশ্বরীকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাঁর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন পুলিশ কমিশনার শঙ্কর জিওল।
পুলিশের তরফ থেকেই প্রকাশিত একটি ভিডিওয় দেখা যায় জমা জলে ভেঙে পড়ে আছে বড় বড় গাছ। বাকিদের সাহায্যে গাছ টেনে সরাচ্ছেন তিনি। এরপর দেখা যায় অচৈতন্য এক ব্যক্তিকে টেনে কাঁধে তুলে নিলেন ইনস্পেক্টর রাজেশ্বরী। বাকিদের তাড়াতাড়ি শুকনো কাপড় নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা এক অটোরিক্সার দিকে যেতে নির্দেশ দিচ্ছেন। সকলেই তাঁকে সাহায্যও করেছে। এরপর একাই সেই ব্যক্তিকে অটোয় তুলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেন হাসপাতালে। অপেক্ষা করেননি কোনও অ্যাম্বুল্যান্স বা বড় গাড়ি আসার।
শঙ্কর জিওল এএনআইকে বলেন, 'ওই ব্যক্তিকে সাহায্য় করে তিনি দুর্দান্ত কাজ করেছেন। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তিনি ওই ব্যক্তিকে উদ্ধারকারী দলের হাতে তুলে দেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উনি সবসময়ই ভীষণ ভাল কাজ করেন। আমি এখানে তাঁর সঙ্গে দেখা করে অভিবাদন জানাতে এসেছি।'
কীভাবে এই দুঃসাহসিক কাজ করলেন রাজেশ্বরী? তিনি বলেন, 'আমরা একটা বড় গাছ সরানোর কাজ করছিলাম যখন খবর পেলাম যে এক ব্যক্তি কবরস্থানের কাছে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। তিনি ওই কবরস্থানেই কাজ করেন। আমি তাঁকে ফার্স্ট এইড দিই, তারপর কাঁধে তুলে নিই। একটা অটো সেখানে আসে আমরা তাঁকে হাসপাতালে পাঠিয়ে দিই। আমি তাঁকে হাসপাতালেও দেখতে যাই এবং সেখানে তাঁর মা-ও ছিলেন। আমি তাঁকে চিন্তা করতে বারণ করেছি কারণ পুলিশ তাঁদের সবরকম সাহায্য করবে। ডাক্তারের সঙ্গেও কথা বলেছি। তিনি জানিয়েছেন যে চিকিৎসা চলছে এবং চিন্তার কোনও কারণ নেই।'