Bumrah on Ravi Shastri: 'প্রতিনিয়ত পাশে থেকে শেখানোর জন্য ধন্যবাদ', কোচ শাস্ত্রীকে আবেগঘন বার্তা বুমরার

Jasprit Bumrah to Ravi Shastri: রবি শাস্ত্রী, বোলিং কোচ বি অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরের বিদায়বেলায় সকলকেই বিশেষভাবে ধন্যবাদ জানালেন ভারতীয় দলের ফাস্ট বোলার যশপ্রীত বুমরা।

Continues below advertisement

নয়া দিল্লি: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব সামলানো রবি শাস্ত্রী, বোলিং কোচ বি অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরের বিদায়বেলায় সকলকেই বিশেষভাবে ধন্যবাদ জানালেন ভারতীয় দলের ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। বুধবারই টুইটারে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে তিন কোচের সঙ্গে একই ফ্রেমে রয়েছেন বুমরা। আইসিসি টি-২০ বিশ্বকাপ শেষে প্রধান কোচের দায়িত্ব থেকে বিদায় নেবেন শাস্ত্রী। তাঁর আগে বুমরার এই আবেগপূর্ণ পোস্টে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরাও।

Continues below advertisement

টুইটে বুমরা লিখেছেন, "সহযোগিতা, প্রেরণা এবং উৎসাহ দেওয়া, পর্দার আড়ালে থেকে সব সময় সঠিক পথ দেখানো, সঠিক পথে চালনা করা এবং অক্লান্ত পরিশ্রম করে প্রতিনিয়ত শেখানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের এই অমূল্য শিক্ষা এবং অবদানের জন্য কৃতজ্ঞ থাকব।  প্রতিনিয়ত এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।”

আরও পড়ুন, ICC T20 Rankings: আইসিসি-র টি২০ র‍্যাঙ্কিংয়ে বিরাট পতন, এগোলেন কে এল রাহুল

বুমরার এই পোস্টই ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। টি-২০ বিশ্বকাপে সুপার ১২ পর্ব থেকে ভারতের ছিটকে যাওয়ার পর শাস্ত্রী, অরুণ এবং শ্রীধরের কোচিং নিয়েও গুঞ্জন ওঠে। পরিসংখ্যান জানায় শাস্ত্রীর কোচিংয়ে ভারতীয় দল কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি। তবে তিনটি ফর্ম্যাটেই প্রশংসনীয় পারফর্ম করেছে ভারতীয় দল। রবি শাস্ত্রীর কোচিংয়ে ৪৩টি টেস্ট খেলেছে 'মেন ইন ব্লু'। এর মধ্যে ২৫টিতেই জয়ের স্বাদ পেয়েছে তারা। ৭৬টি ওয়ান ডে ম্যাচের মধ্যে ৫১টিতে জিতেছে ভারতীয় দল। টি টোয়েন্টি ফর্ম্যাটেও ৬৫টি ম্যাচের মধ্যে ৪৩টিতে জয় ছিনিয়ে নিয়েছে শাস্ত্রীর কোচিংয়ে খেলতে নামা টিম ইন্ডিয়া।  

এবার রবি শাস্ত্রীর জায়গায় ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই ভারতের নতুন কোচ হিসাবে দ্রাবিড়ের আবির্ভাব হতে চলেছে। জাতীয় দলের হেডস্যারের ভূমিকায় প্রথমবার দেখা যাবে রাহুলকে। কিন্তু তা বলে কোচিংয়ের অভিজ্ঞতা একদমই কম নয় তাঁর। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন রাহুল। পৃথ্বী শ, শুভমান গিলরা রাহুলের কোচিংয়েই বিশ্বকাপ জিতেছিলেন। 
 

Continues below advertisement
Sponsored Links by Taboola