Seikh Hasina: আর কোনও রাখঢাক নয়। এবার সরাসরি দেশে ফিরে 'প্রতিশোধের বার্তা' দিলেন বাংলাদেশের (Bangladesh News ) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina) । আওয়ামী লিগ (Awami League) কর্মীদের উদ্দেশে এই কথা বলেছেন তিনি। কবে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা ?
বিস্ফোরক বার্তা শেখ হাসিনার
এদিন বাংলাদেশে সাম্প্রতিক 'হিংসাত্মক আন্দোলনে' নিহত পুলিশ বাহিনীর বিধবাদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। ভার্চুয়াল কলে মুজিব কন্যা বলেন, '' আমাদের পুলিশ বাহিনীর কর্মীদের হত্যা করা হয়েছে। প্রায় সাড়ে চারশো থানায় পুলিশদের ভিতরে রেখে হামলা চালানো হয়েছে। থানা লুঠ করেছে হামলাকারীরা। মহিলা পুলিশ অন্ত:সত্তা কনস্টেবলদেরও ছাড়েনি এই ঘাতকরা। যারা মানুষের জীবন রক্ষা করার জন্য দিন-রাত পরিশ্রম করে তাদের হত্যা করেছে এই ইউনূস সরকার। আমি দেশে ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব।'
ইউনূস নিজেই এই হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন
এই বলেই থেমে থাকেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''উনি নিজেই এই পরিকল্পনার বিষয়টি স্বীকার করেছেন। অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য ইউনূস এই পরিকল্পানা করেছে ।শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য। এখানে কোনও ছাত্র-জনতা ছিল না। অর্থাৎ ৭ জুলাই থেকে আন্দোলনের নামে যে খেলা চলছিল, তাতে পুলিশ কোনও গ্রেনেড মারেনি বরং ছাত্রদের বঙ্গভবনে যাওয়ার সময় নিরাপত্তা দিয়েছে।''
ওরা বলেছে এই মারাত্মক কথা
ইউসূনের পালিত সন্ত্রাসীই বলেছে, 'পুলিশ হত্যা না করলে, আর মেট্রো রেলে আগুন না দিলে এই বিপ্লব সার্থক হত না।' এই আন্দোলনের মধ্যে পুলিশ, সেনা, বিজিবি গুলি করেনি। তাই পুলিশদের পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।বিএপির এক নেতাও এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেছে। সেই বলেছে, পুলিশের কোমর ভেঙে দিয়েছে তারা।
ইউনূস ভাল মানুষ সাজেন
উনি বার বার বলেন- ''আমি সবাইকে রাজনীতিবিদদের শান্ত থাকতে বলেছি।' উনি খুব ভাল মানুষ সেজে এই কথা বলেছেন। অথচ ১৫ জুলাই থেকে যারা এই হত্যাকাণ্ড ঘটাল, তাদের বিচার হওয়ার কথা বলেননি।
ইউনূস বলেছেন উনি রাষ্ট্র চালাতে ব্যর্থ
এদিন ভার্চুয়াল কলে শেখ হাসিনা বলেছেন, ''উনি (ইউনূস) বলেছেন, উনি রাষ্ট্র চালাতে ব্যর্থ। ওনার কোনও অভিজ্ঞতা নেই। আমার কথা হচ্ছে, যিনি নিজেই বলছেন আমার দেশ চালানোর অভিজ্ঞতা নেই। ওনার অযোগ্যতার ফলে বিচারালয়ে হামলা, গণভবনে হামলা হয়েছে। ৬মাসের ওপর হয়ে গেলেও দেশ জঙ্গিদের হাতে চলে গেছে। এখন শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল, কাকে খুঁজছে সে ? ছেলেকে না পেলে মাকে হত্যা করছে। আজকে ওরা দেশটাকে জঙ্গির দেশে পরিণত করেছ। ইউনূসকে এই মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে। ওনারও বিচার হবে। আমি দেশ ফিরলে প্রত্যেককে যতটা সম্ভব সাহায্য করবে। বাংলাদেশে জঙ্গিবাদ চলবে না।''