RBI Digital Intelligence Platform: ভারতে ক্রমেই বাড়ছে সাইবার জালিয়াতির ঘটনা। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এই ধরনের আর্থিক জালিয়াতি (Cyber Fraud) বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তবে এবার ডিজিটাল মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা বলয় আরও মজবুত করতে বড় পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আজ ৭ জুন শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান যে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) এবার সাইবার জালিয়াতি রুখতে ডিজিটাল পেমেন্ট অনেক বেশি নিরাপদ রাখতে চালু করবে ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম (Digital Intelligence Platform)।
বেশ কিছু বছর ধরেই ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও বেশি নিরাপদ রাখতে কিছু পদক্ষেপ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। সাইবার জালিয়াতির (Cyber Fraud) ঘটনা কমাতে এবারে নয়া সিস্টেম চালু করবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআইয়ের পক্ষ থেকে আজ মুদ্রানীতির বৈঠক হওয়ার পরে স্পষ্টই জানানো হয়েছে যে, 'ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে এবার থেকে রিয়াল টাইম ডেটা শেয়ার এবং নেটওয়ার্ক লেভেলের ইন্টেলিজেন্স প্রবর্তন করতে চালু করা হবে ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম তৈরির জন্য একটি পৃথক কমিটি গঠন করবে রিজার্ভ ব্যাঙ্ক।' ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিমাসিক মুদ্রানীতির বৈঠকের পরে এই কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
ব্যাঙ্কবাজার ডট কমের সিইও অধীল শেট্টি রিজার্ভ ব্যাঙ্কের নানারকম উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে জানিয়েছেন যে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষা আরও মজবুত করার লক্ষ্যে কাজ করে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক আর তাই জন্যেই সাধারণ মানুষ এই সংস্থার উপর ভরসা রেখেছে। এই বিশ্বাসকে জারি রাখার জন্য জালিয়াতির ঘটনা কমিয়ে আনা অপরিহার্য। গ্রাহকদের সুরক্ষার জন্য ব্যাঙ্ক, এনপিসিই, কার্ড নেটওয়ার্ক, পেমেন্ট এগ্রিগেটর, পেমেন্ট অ্যাপগুলির সচেতনতা থাকা সত্ত্বেও নেটওয়ার্ক স্তরের বুদ্ধিমত্তা এবং রিয়েল টাইম তথ্য জানার দরকার রয়েছে। আর তাই জালিয়াতির মোকাবিলায় উন্নত স্তরের প্রযুক্তি যথা ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ব্যবহারের কথা ভেবেছে রিজার্ভ ব্যাঙ্ক।'
৩০ মে রিজার্ভ ব্যাঙ্কের তরফে যে প্রতিবেদন পেশ করা হয় সেখানে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবর্ষে বিভিন্ন মাধ্যমে আর্থিক জালিয়াতির সংখ্যা ১৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬,০৭৫টি ঘটনায়। এর আগের ২০২২-২৩ অর্থবর্ষে এই সাইবার জালিয়াতির ঘটনা দায়ের হয়েছিল মাত্র ১৩,৫৬৪টি।
আরও পড়ুন: Stock Market Update: মোদির জোটসঙ্গীর স্ত্রী, ৫ দিনে এই স্টকে আয় করেছেন ৫৭৯ কোটি টাকা