SMS Scam: দেশে ক্রমেই বেড়ে চলেছে সাইবার জালিয়াতির মাত্রা। অনলাইন জালিয়াতরা নানাভাবে সাইবার অপরাধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সেই পদ্ধতিগুলির (Cyber Crime) মধ্যেই একটি হল এসএমএস স্ক্যাম। এই পদ্ধতিতে সাধারণভাবে মানুষদের নানারকম টাকার প্রলোভন দেখিয়ে মেসেজ করা হয়। নানারকম পুরস্কার, অফার কিংবা স্কিমের (SMS Scam) ব্যাপারে লোভ দেখানো হয় মানুষকে। আর এই জালিয়াতি রুখতে এবার কড়া পদক্ষেপ নিল ভারত সরকার।


কেন্দ্রীয় টেলিকম বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রক যৌথভাবে চালু করেছে সঞ্চার সাথী পোর্টাল যা কিনা নাগরিকদের এই এসএমএস জালিয়াতির (Cyber Crime) হাত থেকে রক্ষা করবে। এই পোর্টালের অধীনে বহু সংস্থাকেই কালো তালিকাভুক্ত করেছে ভারত সরকার।


এসএমএসের হেডার ও টেমপ্লেট কালো তালিকাভুক্ত


ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার এমন ৮ ধরনের এসএমএস হেডার নির্ধারণ করেছে যেগুলি সাধারণভাবে সাইবার জালিয়াতির ঘটনায় ব্যবহৃত হয়ে থাকে। বিগত ৩ মাসে এই একই হেডারে ১০ হাজার মেসেজ (Cyber Crime) পাঠানো হয়েছে। যে সমস্ত সংস্থা এই হেডারে মেসেজ পাঠাচ্ছেন, তাদের কালো তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। ৭৩টি এসএমএস হেডার এবং ১৫২২টি এসএমএস টেমপ্লেট ব্যবহার করেছে এমন সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে এই সংস্থা।


সঞ্চার সাথী পোর্টালের ফিচার্স ব্যবহার করুন


টেলিকম মন্ত্রকের বার্তা অনুসারে, সাইবার অপরাধ রুখতে সমস্ত রকম পন্থা অবলম্বন করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। যে সমস্ত সংস্থা বহুদিন ধরেই এই সমস্ত অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। টেলিকম মন্ত্রক জানিয়েছে যে, সঞ্চার সাথী পোর্টালের যে সমস্ত ভিজুয়াল ফিচার আছে, তার মাধ্যমে কোনও সন্দেহজনক মেসেজ (Cyber Crime) পাওয়া মাত্রই জানানো দরকার মন্ত্রককে। এর মাধ্যমেই সাইবার অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


টেলিমার্কেটিংয়ে মোবাইল নম্বর ব্যবহারের বিধি


এছাড়াও ভারত সরকার টেলিমার্কেটিংয়ের জন্য সমস্ত মোবাইল নম্বরগুলিকে ব্যান করেছে। যদি কোনও ব্যক্তি তাঁর নিজস্ব মোবাইল নম্বর থেকে প্রোমোশনাল মেসেজ পাঠায়, তাহলে সেই নম্বর তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়। এমনকী তাঁর নাম ও ঠিকানা আগামী ২ বছর কালো তালিকায় থাকবে। শুধুমাত্র ১৮০ ও ১৪০ সিরিজের নম্বরই কেবল টেলিমার্কেটিংয়ের জন্য ব্যবহার করা যাবে। ১০ সংখ্যার মোবাইল নম্বরের সাহায্যে এরকম কোনও টেলিমার্কেটিং করা যাবে না।    


আরও পড়ুন: Gold Price Today: ভরা দুর্যোগে কি বাড়ল সোনার দাম ? সোমের বাজারে কত দর চলছে ? দেখে নিন রেটচার্টে