Gold Silver Price: গত বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমছিল কলকাতা সহ পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলায়। গত সপ্তাহে বুধবার থেকে শনিবার পর্যন্ত ক্রমহারে কমেছে সোনার দাম। তবে আজ সোমবার ২৭ মে সপ্তাহের শুরুতেই খানিক বাড়তে দেখা গেল সোনা-রুপোর দাম। রেমাল দুর্যোগে কি বাড়ল সোনার দাম ? কত দর চলছে আজকের বাংলায় ? দেখে নিন রেটচার্ট একঝলকে। 

সোমবারের বাজারে বাড়ল সোনার দাম

আজ সোমবার দাম কত হল সোনার (Gold Rate Today)? শনিবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম খানিক বেড়ে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭১৯৪ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে ৬৯৪৯ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৫৪৬ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৭২৫ টাকা। আজ আবার বেড়ে গিয়েছে রুপোর দাম। সোমবার সপ্তাহের শুরুতে রুপোর দাম প্রতি কেজিতে ৯০ হাজার ৮৪০ টাকা। 

আজকের সোনার দর (২৭ মে, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৭১৯৪
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৯৪৯
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬৫৪৬
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৭২৫

 

রুপো (৯৯৯) ১ কেজি ৯০,৮৪০

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

সোনার দামে হেরফের

সোনার দামও পেট্রোল ডিজেলের দামের মত প্রতিদিনই ওঠানামা করে। সোমবার গ্রাম প্রতি ৩০ টাকা বেড়েছিল ২৪ ক্যারাট সোনার (Gold Rate Today) দাম। আর বুধবার সেই দাম খানিকটা কমে। বৃহস্পতিবারও দাম কমেছে ১৪ টাকা। দাম কমার ধারা বজায় ছিল এতদিন। সেই ধারা বাজারে আবার ফিরে এসেছে। গত সপ্তাহের সোমবার এসে আরও বেড়েছিল সোনার (Gold Rate Today) দাম। কিন্তু আজ বৃহস্পতিবার বেশ কিছুটা কমে গিয়েছে দাম। কিনতে গেলে কম খরচ হবে সোনার দামে। কিন্তু এই দাম কমার ধারা আজ খানিক ব্যাহত হল। সোমবার ২৭ মে সপ্তাহের শুরুতেই দাম খানিক বেড়ে গিয়েছে সোনার। 

আরও পড়ুন: LIC Policy: এই দুই পলিসি তুলে দিচ্ছে LIC, কীভাবে সারেন্ডার করবেন জানেন ?