Delhi New Liquor Policy: বর্ষশেষের মাসে উৎসবের (Happy New Year 2025) আনন্দে হাত দিতে পারবেন না মদে (Liquor Policy)। প্রাপ্তবয়স্ক হলেও খেতে পারবেন না 'হার্ড ডিঙ্ক'। এমনকী হোটেল (Hotel), রেস্তোরাঁয় (Restaurant) মদে খেতে দেখাতে হবে বৈধ বয়সের প্রমাণপত্র। না মানলে ভুগতে হবে বিক্রয়কারীকে।


কোন সরকার নিয়েছে এই সিদ্ধান্ত
সম্প্রতি দিল্লি সরকার এই আইন নিয়ে আরও কড়া হয়েছে। এই বিষয়ে দিল্লির হোটেল , বার, ক্লাব, পাব ও রেস্তোরাঁয় কড়া নির্দেশ দিয়েছে প্রশাসন। যেখানে বলা হয়েছে, কেউ যদি এই আইন না মানে তার বিরুদ্ধে দিল্লি লিকার নীতি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Delhi New Liquor Policy: কেন এই সিদ্ধান্ত
এমনিতেই দিল্লির পানশালা বা হোটেলে মদ্যপানের বয়স ২৫ বছর। কারও বয়স ২৫ না হলে তাকে মদ দিতে পারবে না হোটেল বা বার কর্তৃপক্ষ। যদিও রাজধানীতে অনভিপ্রেত কিছু ঘটনার পর এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে দিল্লির সরকার। তারা বর্ষবরণের আগে হোটেলগুলিকে কড়া নির্দেশিকা দিয়েছে। কারণ কিছু তরুণ বয়স বাড়িয়ে হোটেলে মদ্যপানের জন্য ঢুকে পড়ছে। এরা মদ খাওয়ার জন্য সরাকরি আইডি কার্ডেও নিজের বয়স বেশি দেখাচ্ছে। অনেক ক্ষেত্রেই ভুয়ো ফটোশপড আইডি ব্যবহার করছে এই তরুণরা। 


বয়স বুঝতে কী সিদ্ধান্ত দিল্লি সরকারের
এবার থেকে ফোনে সরকারি আইডি দেখালে হোটেল বা বারে ঢুকতে পারবে না ২৫ বছরের যুবকরা। এই ক্ষেত্রে কাগজের আইডি প্রামাণ্য নথি হিসাবে দেখাতে হবে। কেবল সরকারি ডিজিলকারে রাখা প্রামাণ্য় নথি ফোনে দেখাতে অনুমতি দিয়েছে দিল্লি সরকার। তাই বয়সের ফ্জিক্যাল আইডি ছাড়া এখন থেকে কোনও তরুণকে মদ্যপানে অনুমতি দিলে হোটেলের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে দিল্লি আবগারি আইন ২০০৯ অনুযায়ী আইনত ব্যবস্থা নেওয়া হবে।


দিল্লিতে মদ্যপানের বয়স ২১ করবে সরকার ?


তবে দিল্লির মদ্যপানের বয়স ২৫ বছর রাখায় অনেক বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই এই বয়স কমিয়ে ২১ করার পক্ষপাতী। দিল্লির পাশেই NCR , নয়ডা, গুরুগ্রামে মদ্যপানের বয়স দিল্লির থেকে কম। ২০২১ সালের দিল্লি আবগারি নীতিতেই এই বয়স কমানোর বিষয়ে বলা হয়েছিল। যদিও এই আবগারি নীতিতে দুর্নীতির জন্য তা বাতিল করা হয়।


আরও পড়ুন এখানে : AAP : 'দিদির পথে আরেক সরকার ' ! মহিলারা প্রতি মাসে পাবেন ২১০০ টাকা