ব্রিসবেন: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুই টেস্টের শেষে সিরিজ় বর্তমানে সমতায়। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। সেই কারণেই ব্রিসবেনে ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টে (IND vs AUS 3rd Test) সিরিজ়ের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্বাভাবিকভাবেই সকলের নজরে গাব্বার ২২ গজ। আপাতত সোশ্যাল মিডিয়ায় যা ছবি উঠে আসছে, তাতে কিন্তু মাঠ থেকে ২২ গজ পৃথক করাটাই দায়।
অস্ট্রেলিয়ার দ্রুততম উইকেটগুলির অন্যতম গাব্বা। এই মাঠে বরাবরই ভাল বাউন্স হয় বল। এবারেও সেই ছবিই দেখা যাবে। তবে যেহেতু মরশুমের শুরুর দিকেই এই ম্যাচ হচ্ছে, তাই গাব্বার ২২ গজ একেবারে তরতাজা রয়েছে। তাই বাউন্স, গতি সবকিছুই ২০২১ সালের সেই ঐতিহাসিক জয়ের থেকে খানিক বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গাব্বায় কিন্তু সচরাচর বোলারদের সহায়ক পিচই দেখা যায়। গাব্বার মাঠ প্রস্তুতকারক জানান এই বারেও পিচ সাধারণত যেমন হয়, অর্থাৎ বোলিং সহায়কই হবে।
একেই সবুজ পিচ, উপরন্তু সাম্প্রতিক সময় এবং ম্যাচের দিনগুলিতেও মেঘলা আকাশের সঙ্গে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্রিসবেনে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে ম্যাচের জন্য নির্ধারিত পাঁচদিনেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে মন্দের ভাল একটাই যে বৃষ্টির জন্য ম্যাচে একাধিকবার বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকলেও, খুব ভারি বৃষ্টি বা ঝড়ের পূর্বাাভাস আপাতত নেই। ম্যাচ চলাকালীন সর্বাধিক তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাই বৃষ্টির সম্ভাবনা থাকলেও, হাড্ডাহাড্ডি ম্যাচের আশাও কিন্তু সমর্থকরা করতেই পারেন। তবে মেঘাচ্ছন্ন পরিবেশে অন্তত শুরুতে যে ব্যাটিংটা বেশ চ্যালেঞ্জিংই হবে, তা বলাই বাহুল্য।
এই ম্যাচেই কিন্তু আবার বিরাট কোহলির সামনে বিশেষ কৃতিত্ব গড়ার হাতছানি রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিরাট কোহলি মাত্র দুই রান করলেই রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলে দেবেন। রাহুল দ্রাবিড় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে ৩৮.৬৭ গড়ে ২১৬৬ রান করেছিলেন। বর্তমানে অজ়িদের বিরুদ্ধে টেস্টে কোহলির সংগ্রহ ৪৮ ইনিংসে ৪৭.০৬ গড়ে ২১৬৫ রান। অর্থাৎ আর মাত্র দুই রান করলেই টেস্টে অজ়িদের বিরুদ্ধে রাহুল দ্রাবিড়ের মোট রানের রেকর্ড পেরিয়ে যাবেন বিরাট। তবে ব্রিসবেন যে কোহলির থেকে ভারতীয় দলের সমর্থকরা আরও অনেক বেশি রানের আশা করবেন, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভারতীয় দলকে স্বস্তি দিয়ে তৃতীয় টেস্টের আগে পুরোদমে অনুশীলনে ফিরলেন যশপ্রীত বুমরা