Patanjali Foods: যোগগুরু বাবা রামদেবের প্রতিষ্ঠিত সংস্থা পতঞ্জলি ফুডস সম্প্রতি তাদের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। এই ফলাফলে দেখা গিয়েছে এই ত্রৈমাসিকে সংস্থার মুনাফা লাফ দিয়েছে ২১.৩৮ শতাংশ। দ্বিতীয় ত্রৈমাসিকে ৩০৮.৯৭ কোটি টাকা মুনাফা (Patanjali Foods) হয়েছে সংস্থার। এর আগে ২০২৩-২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে এই মুনাফার অঙ্ক ছিল ২৫৫ কোটি টাকা। আর এই মুনাফার পরে পতঞ্জলি ফুডস সংস্থা তাদের প্রতি শেয়ারের জন্য ৮ টাকা ডিভিডেন্ড (Dividend Stock) ধার্য করেছে। এই ডিভিডেন্ড দেওয়ার জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ৪ নভেম্বর ২০২৪।


এই ত্রৈমাসিকে পতঞ্জলি ফুডসের অপারেশনস থেকে রেভিনিউ সংগৃহীত হয়েছে ৮১৫৪.১৯ কোটি টাকা, EBITDA ছিল ৪৯৩.৮৬ কোটি টাকা। ফুড ও এফএমসিজি সেগমেন্ট থেকে রেভিনিউ এসেছে ২৩০৩.৬৬ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথমার্ধে এই সংস্থার রেভিনিউ এসেছিল ১৫,৩২৭.২৫ কোটি টাকা। এর মধ্যে EBITDA মার্জিন ছিল ৬.০৬ শতাংশ। অন্যদিকে সংস্থার PAT মার্জিনও ৩.১৭ শতাংশ বেড়ে গিয়েছে।


ত্রৈমাসিকের ফলাফল ঘোষণার সময় পতঞ্জলি ফুডস সংস্থা জানিয়েছে ফুড, এফএমসিজি এবং ভোজ্য তেলের সেগমেন্টে দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থার পারফরম্যান্স অসাধারণ রয়েছে, রেভিনিউ ৪.২৫ শতাংশ বেড়ে হয়েছে ৮১৫৪ কোটি টাকা। সংস্থা আরো জানিয়েছে যে পতঞ্জলি গ্রুপের অধীনে আসার পরে এই ত্রৈমাসিকে সংস্থার EBITDA সবথেকে বেশি হয়েছে ৪৯৩.৩৬ কোটি টাকা।


প্রবল বর্ষণের কারণে দ্বিতীয় ত্রৈমাসিকে গ্রাহকদের মনোভাবে নেতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া শহরাঞ্চল থেকে গ্রামীণ এলাকায় কনসাম্পশন অনেকাংশে বেড়ে গিয়েছে। ভোজ্য তেলের দাম এই ত্রৈমাসিকে অনেকটা একই মাত্রায় সীমিত থাকায় আগামী দিনে এই দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। পতঞ্জলি ফুডস সংস্থা আরো ২১টি দেশে নিজেদের পণ্য সরবরাহ করেছে। রফতানি থেকে রেভিনিউ এসেছে ৩৪.৫৫ কোটি টাকা।


পতঞ্জলি ফুডসের বক্তব্য অনুসারে এই ত্রৈমাসিকে বোর্ডের অনুমোদন পাওয়ার পরে হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ব্যবসা করার জন্য কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছেও অনুমোদন পেয়েছে সংস্থা।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় ।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Mutual Fund: ১ লাখ থেকেই ১৪ লাখ রিটার্ন, ১০ বছরে এই মিউচুয়াল ফান্ড দিয়েছে দুরন্ত মুনাফা