নয়াদিল্লি: দীপাবলি উপলক্ষে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করলে দেখতে পারেন এই ৬ গাড়ি। সাশ্রয়ের সঙ্গে সঙ্গে কম দামে বেশি ফিচার দিচ্ছে এই গাড়িগুলি। কমপ্যাক্ট এসইউভি থেকে স্মল কার ও হ্যাচব্যাক সবই রয়েছে এই তালিকায়। দেখে নেওয়া যাক এই ৬ গাড়ির তালিকা।


Maruti Suzuki Alto: কম বাজেটের গাড়ি খুঁজলে মারুতি সুজুকির অল্টো একটি ভাল অপশন হতে পারে। এই মডেল কোম্পানির অন্যতম জনপ্রিয় গাড়ি। মাইলেজের দিক থেকেও অল্টো একটি দুর্দান্ত গাড়ি। প্রতি লিটারে 22.5 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় অল্টো। গাড়িতে রয়েছে 796 সিসি ইঞ্জিন। এতে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন (EBD), সিট বেল্ট রিমাইন্ডার, স্পিড অ্যালার্ট সিস্টেম, ড্রাইভার-সাইড এয়ারব্যাগ ও রিভার্স পার্কিং সেন্সরের মতো দুর্দান্ত বৈশিষ্ট্যগুলি পাবেন। এই গাড়ির দাম শুরু 3.15 লক্ষ টাকা থেকে। 


Datsun Redi-Go: Maruti Suzuki Alto-র সঙ্গে টক্কর দেওয়ার জন্য তৈরি হয়েছে এই গাড়ি।Datsun Redi-Go-তে রয়েছে একটি 0.8-লিটার পেট্রোল ইঞ্জিন। যা 54PS শক্তি উৎপন্ন করে। প্রতি লিটারে 22.7 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় এই গাড়ির ইঞ্জিন। এছাড়াও গাড়িতে ইবিডি, এবিএস, ড্রাইভার সাইড এয়ারব্যাগ, সিট বেল্ট রিমাইন্ডার, রিয়ার পার্কিং সেন্সর ও স্পিড ওয়ার্নিং সিস্টেমের মতো অনেক লেটেস্ট ফিচার রয়েছে। Datsun Ready-Go-এর দাম শুরু 2.95 লক্ষ টাকা।


Renault Kwid : একই সেগমেন্টে অন্যদের তুলনায় এই গাড়িতে আরও স্টাইলিশ ফিচার পাবেন ক্রেতা। নতুন Kwid-এ রয়েছে 799cc পেট্রোল ইঞ্জিন। এই গাড়ি মাইলেজের দিক থেকেও বেশ ভাল। Kwid প্রতি লিটারে প্রায় 25.17 কিলোমিটার মাইলেজ দেয়। Kwid-এর সম্পূর্ণ নতুন ভেরিয়েন্টে EBD, ABS, স্পিড অ্যালার্ট সিস্টেম, সিট বেল্ট রিমাইন্ডার, ড্রাইভার সাইড এয়ারব্যাগ এবং রিভার্স পার্কিং সেন্সর রয়েছে। Renault Kwid-এর দাম 4.06 লক্ষ টাকা থেকে শুরু।


Maruti Suzuki S-Presso : Maruti Suzuki S-Presso-এ একটি BS6 কমপ্লায়েন্ট 1.0-লিটার পেট্রোল ইঞ্জিনের গাড়ি। 67ব্রেক হর্সপাওয়ার ও 90 নিউটন-মিটার টর্ক দেয়। এই ইঞ্জিনে একটি 5-স্পিড ম্যানুয়াল ও অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ারবক্স অপশন রয়েছে। হার্টেক্ট প্ল্যাটফর্মে এই গাড়ি তৈরি হয়েছে। এই গাড়িতে এয়ারব্যাগ, রিভার্স পার্কিং সেন্সর, ইবিডি, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, সিট বেল্ট রিমাইন্ডার ও স্পিড অ্যালার্ট সিস্টেম রয়েছে। S-Presso-র দাম 3.70 লক্ষ টাকা থেকে শুরু।


Hyundai Santro: হুন্ডাইয়ের স্যান্ট্রো সেভাবে সাশ্রয়ী গাড়ির তকমা না পেলেও কিছু অসামান্য ফিচার রয়েছে এই গাড়িতে। পেট্রোল ও সিএনজি ইঞ্জিন বিকল্প সহ বাজারে পাওয়া যায় এই গাড়ি। এতে স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল ট্রান্সমিশন পাওয়া যায়। কোম্পানির দাবি, যে গাড়িটি প্রতি লিটারে 20 কিমি মাইলেজ দেয়। গাড়িতে রয়েছে একটি শক্তিশালী ইঞ্জিন-সহ 5-স্পিড গিয়ারবক্স। এই গাড়ির এক্স-শোরুম মূল্য 4.76 লক্ষ টাকা।


Nissan Magnite : এই সাশ্রয়ী গাড়ির তালিকায় রয়েছে সাবকমপ্যাক্ট SUV নিসান ম্যাগনাইট। এই গাড়ি কমপ্যাক্ট এসইউভি হলেও এটি ছোট SUV-র মতো দেখায় না। এর সামনের গ্রিল, টেইল লাইট ও অ্যালয় হুইলস এই গাড়িকে স্পোর্টি লুক দেয়। এর ইন্টেরিয়রের ডিজাইনও বেশ সিম্পল রাখা হয়েছে। এতে দুটি ইঞ্জিন অপশন রয়েছে। গাড়ির দাম 5.61 লাখ টাকা।


আরও পড়ুন : Diwali Special: কমপ্যাক্ট ডিজাইনে লম্বা বনেট, সত্যিই সুপার কার Ferrari Roma


আরও পড়ুন : MG Astor Update : ৫০০-র বেশি গাড়ি ডেলিভারি, কেন চাহিদা বাড়ছে অ্যাস্টরের ?