সুজিত মণ্ডল, নদিয়া: রানাঘাটের (Ranaghat) সিদ্ধেশ্বরী মন্দিরে (Siddheswari) শক্তির আরাধনা। কয়েক শতাব্দী প্রাচীন এই দেবী কষ্টি পাথরের। কালীপুজোর (Kali puja 2021) দিন বহু মানুষ মনস্কামনা পূরণের আশায় মন্দিরে পুজো দেন।


কার্তিক অমাবস্যায় কালীতীর্থে লক্ষ্মীর আরাধনা! কালীপুজোয় নদিয়ার (Nadia) রানাঘাটে দেবী সিদ্ধেশ্বরী পূজিতা হন লক্ষ্মী রূপে। রানাঘাটের দেবী সিদ্ধেশ্বরীকে ঘিরে প্রচলিত নানা লোককথা। এখন এই এলাকা ঘন জনবসতিপূর্ণ হলেও, অতীতে ছিল ঘন জঙ্গলে ঘেরা। পাশ দিয়ে বয়ে যেত চূর্ণি নদী (Churni River)।


সেই সময় ওই এলাকা দাপিয়ে বেড়াত রনা ডাকাত। শোনা যায়, ডাকাত সর্দারের হাত ধরেই শুরু হয় কালীপুজো। জনশ্রুতি আছে, একদিন মহারাজা কৃষ্ণচন্দ্র (Krisnachandra), স্বপ্নাদেশ পান যে, দেবী সিদ্ধেশ্বরী অনাদরে পড়ে আছেন। এর পর মহারাজা কষ্ঠিপাথরের এই মূর্তি প্রতিষ্ঠা করেন। কালীপুজোর দিন লক্ষ্মীকে আরাধনা। এটাই এই পুজোর বৈশিষ্ট্য। রানাঘাটের সিদ্ধেশ্বরী মন্দিরে মহাদেব এবং রাধাকৃষ্ণেরও নিত্য পুজো হয়।


শারদোত্সবের পর ফের উত্সবের আমেজ। আজ কালীপুজো (Kali puja 2021)। শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়৷ মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে। আলোর উৎসবে ভাসছে কলকাতা। করোনা আবহেও দীপাবলির আনন্দ শহর থেকে জেলায়। 


একদিকে আদ্যাপীঠে (AdyaPith) কালীপুজোর দিন পূজিতা ছোট মা। আদ্যা মা এখানে বড় মা। তিনি পূজিত হন রামনবমীর দিন। আজ কালী পুজো উপলক্ষে রীতি মেনে আদ্যাপীঠে দেবীর আরাধনার আয়োজন করা হয়েছে। তবে কোভিড বিধি মেনেই ভক্তদের প্রতিমা দর্শনের অনুমতি দেওয়া হয়েছে।


অন্যদিকে মালদার (Malda) রতুয়ায় কালিন্দ্রী নদীর পাশে জঙ্গলঘেরা গ্রামে শুরু হয়েছিল শক্তির আরাধনা। ৩৫০ বছর পার করেও, এখনও অমলিন গোবরজনা কালীপুজো। বঙ্কিম চন্দ্রের লেখা চরিত্র ভবানী পাঠকের সঙ্গে নাম জড়িয়ে যাওয়া এই পুজোয় আজও দূর-দূরান্ত থেকে আসেন ভক্তরা।


৫৭০ ভরি গয়নায় সাজানো হল বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ের কালীকে। এবার পুজোয় নিজের হাতে মাকে সোনার গয়না পরিয়েছেন অনুব্রত মণ্ডল।