নয়াদিল্লি: গ্রাহক টানতে দীবপাবলির মরসুমে একাধিক অফার দিচ্ছে ব্যাঙ্কগুলি। হোম লোন, কার লোনে ছাড়ের পাশাপাশি থাকছে জিরো প্রসেসিং ফি -এর সুবিধা। দেখে নিন উৎসবের মরসুমে কোন ব্যাঙ্ক দিচ্ছে কী অফার।
SBI-এর অফার: এই সময় স্টেট ব্যাঙ্কের YONO app-এ গাড়ির লোনের আবেদন করলে ০.৫ শতাংশ ছাড় পাবেন আবেদনকারী। পাশাপাশি প্রসেসিং ফিও নেবে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সম্প্রতি সেই কথা ট্যুইট করে জানিয়েছে SBI। সাধারণত স্টেট ব্যাঙ্কে গাড়ির লোনে সুদের হার থাকে ৭.২৫ শতাংশ থেকে ৮.৭৫ শতাংশ। এখন লোনের আবেদন করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন গ্রাহক।
এখানেই শেষ নয়। স্টেট ব্যাঙ্কের কার্ডে ই-কমার্স সাইট অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিছু কিনলে ইনস্ট্যান্ট ২৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা রয়েছে।এর পাশাপাশি ৬.৭ শতাংশ হারে হোম লোনের সুবিধা পাবেন গ্রাহক। সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে গৃহ ঋণের এই অফার। এই ক্ষেত্রেও প্রসেসিং ফি নিচ্ছে না কোম্পানি।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(BOI) অফার: উৎসবের মরসুমে হোম লোনে ৩৫ বেসিস পয়েন্ট ও কার লোনে ৫০ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। হোম লোনে এখন ব্যাঙ্কের সুদের হার চলছে ৬.৫০ শতাংশ। আগে যা ছিল ৬.৮৫ শতাংশ। একই ভাবে গাড়ির ঋণে সুদের হার কমে দাঁড়িয়েছে ৬.৮৫ শতাংশ। আগে যা ছিল ৭.৩৫ শতাংশ। ২০২২ সাল পর্যন্ত কোনও লোনেই প্রসেসিং ফি নিচ্ছে না ব্যাঙ্ক। ১৮ অক্টোবর থেকে এই সুদের হার কমিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(BOI)। এই অফার জারি থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
HDFC Bank অফার: এই মরসুমে গ্রাহকদের জন্য ২২.৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার দিচ্ছে HDFC Bank। ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে জিনিস কিনলে থাকছে ভাল ক্যাশব্যাক অফার। এ ছাড়াও নো কস্ট ইএমআই অপশন দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ফ্রিজ, ওয়াশিং মেশিন থেকে ইলেকট্রনিক্স জিনিস কিনলে থাকছে ক্যাশব্যাক ছাড়াও নো কস্ট ইএমআই অফার। এ ছাড়াও ১০.২৫ শতাংশ হারে পারসোনাল লোন দিচ্ছে ব্যাঙ্ক। ৭.৫০ শতাংশ সুদে পাওয়া যাচ্ছে কার লোনের সুবিধা।
ICICI Bank-এর অফার: বর্তমানে 'ফেস্টিভ বোন্যাঞ্জা অফার' চালাচ্ছে ICICI Bank। সেই অনুয়ায়ী Amazon, Myntra, Flipkart, Jiomart, Reliance digital ছাড়াও আরও ই-কমার্স সাইটে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার দিচ্ছে এই ব্যাঙ্ক।এখানে গ্রাহকদের জন্য ৭.৫ শতাংশে গাড়ির লোনে সুদ নিচ্ছে ICICI Bank কর্তৃপক্ষ।
আরও পড়ুন : Maruti Suzuki Jimny: মহিন্দ্রা থারের সঙ্গে হবে 'টক্কর', জিমনির টিজার ছাড়ল মারুতি
আরও পড়ুন :Top 10 safest cars in India-র তালিকায় একই কোম্পানির ৬টি গাড়ি, কারা আছে লিস্টে ?