নয়াদিল্লি: গাড়ির মাইলেজের পাশাপাশি এবার সুরক্ষার দিকেও নজর দিচ্ছে ভারতীয় ক্রেতারা। দেশের ক্রেতাদের এই চাহিদার কথা মাথায় রেখেই যাত্রী সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে কোম্পানিগুলি। পরিসংখ্যান বলছে, বিক্রিতে এক নম্বর হলেও সুরক্ষার নিরিখে পিছিয়ে পড়ছে মারুতির গাড়ি। সেখানে এক নম্বরে জায়গা করে নিয়েছে টাটা মোটরস।


দেশের ১০টি সুরক্ষিত গাড়ির তালিকায় ৬টি গাড়ি টাটা মোটরসের। সেখানে স্থান পায়নি মারুতির কোনও মডেল। দেশি কোম্পানির মধ্যে একমাত্র রয়েছে মহিন্দ্রা। তাছাড়া প্রথম দশে জায়গা পেয়েছে, জার্মান কারমেকার ফক্সওয়াগন ও ফ্রান্সের কোম্পানি রেনোঁ। ২০১৪ সালের পর থেকে ভারতীয় গাড়িগুলির শক্তি যাচাইয়ে ৪৫ টিরও বেশি যাত্রী সুরক্ষার পরীক্ষা নিয়েছে গ্লোবাল NCAP। যেখানে এখন টাটা ও মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার গাড়িগুলি ভাল রেটিং করছে। 


যাত্রী সুরক্ষার বিচারে প্রথম ১০-এ স্থান পেয়েছে কারা ?


১ Tata Punch - মাইক্রো এসইভি গাড়ি হলেও যাত্রী সুরক্ষার দিকে থেকে অনেককেই পিছনে ফেলে দেবে Tata Punch।  এই গাড়িতে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল মোড ছাড়াও এবিএস, ইবিডি। ১৮৭ এমএম-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে গাড়িতে। টাটার ALFA-ARC আর্কিটেকচারে তৈরি হয়েছে এই এসইউভি। যাত্রী সুরক্ষার পরীক্ষায় ৫ স্টার রেটিং পেয়েছে টাটা পাঞ্চ(Tata Punch। গ্লোবাল এনক্যাপ-এ (Global NCAP)-এ এই রেটিং পেয়েছে টাটার মাইক্রো এসইউভি গাড়ি।পরীক্ষায় প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৫ স্টার পেয়েছে এই গাড়ি। তবে ছোটদের সুরক্ষার ক্ষেত্রে এসেছে ৪ স্টার রেটিং। 


Mahindra XUV300- টাটা পাঞ্চ আসার আগে ভারতীয় বাজারে সব মিলিয়ে সেফেস্ট কার ছিল Mahindra XUV300। গ্লোবাল এনক্যাপ-এ (Global NCAP)-এ ৫ স্টার রেটিং পেয়েছে মহিন্দ্রার এসইউভি ।পরীক্ষায় প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৫ স্টার পেয়েছে এই গাড়ি। তবে ছোটদের সুরক্ষার ক্ষেত্রে এসেছে ৪ স্টার রেটিং। 


Tata Altroz- এসইউভি বাদে হ্যাচব্যাকেও ৫ স্টার রেটিং এনেছে টাটা অল্টরোজ (Tata Altroz)। গ্লোবাল এনক্যাপ-এ (Global NCAP)-এ এই রেটিং পেয়েছে টাটার প্রিমিয়াম হ্যাচব্যাক। প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৫ স্টার পেয়েছে এই গাড়ি। তবে ছোটদের সুরক্ষার ক্ষেত্রে পেয়েছে ৩ স্টার রেটিং। 


৪ Tata Nexon- ভারতীয় বাজারে এসইউভিতে একেবারে নতুন ডিজাইন এনে দিয়েছিল টাটা। ২০১৮ সালে Tata Nexon আসে দেশের বাজারে। সেই সময় গ্লোবাল এনক্যাপ-এ (Global NCAP)-এ ৪ স্টার রেটিং পেয়েছে টাটা নেক্সন। প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৪ স্টার পেয়েছে এই গাড়ি। তবে ছোটদের সুরক্ষার ক্ষেত্রে পেয়েছে ৩ স্টার রেটিং। গাড়ির বডি সেল মজবুত থাকায় এই রেটিং পেয়েছিল গাড়ি।


৫  Mahindra Thar- দেশে সেফেস্ট অফরোডার হিসাবে ধরা হয় মহিন্দ্রা থারকে। গ্লোবাল এনক্যাপ-এ (Global NCAP)-এ ৪ স্টার রেটিং পেয়েছে থার। প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৪ স্টার পেয়েছে এই গাড়ি।  ছোটদের সুরক্ষার ক্ষেত্রে এসেছে ৪ স্টার রেটিং। 


৬ Tata Tigor EV- যাত্রী সুরক্ষার ভিত্তিতে ৬ নম্বরে রয়েছে টাটার টিগর ইভি। অনেকেই ভেবেছিলেন ইলেকট্রিক গাড়ি হওয়ায় বডি মেটেরিয়াল ততটা মজবুত হবে না এই গাড়ির। যদিও Global NCAP)-এ ৪ স্টার রেটিং পেয়েছে টিগর ইভি। প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৪ স্টার পেয়েছে এই গাড়ি।  ছোটদের সুরক্ষার ক্ষেত্রে এসেছে ৪ স্টার রেটিং। 


৭ Tata Tigor- যাত্রী সুরক্ষায় Global NCAP)-এ ৪ স্টার রেটিং পেয়েছে টিগর হ্যাচব্যাক। প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৪ স্টার পেয়েছে এই গাড়ি।  ছোটদের সুরক্ষার ক্ষেত্রে এসেছে ৩ স্টার রেটিং। 


৮ Tata Tiago- এই হ্যাচব্যাকও গ্লোবাল সেফটি প্লাটফর্মে ৪ স্টার রেটিং আনতে সক্ষম হয়। ইভির মতোই প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৪ স্টার পেয়েছে এই গাড়ি।  ছোটদের সুরক্ষার ক্ষেত্রে এসেছে ৩ স্টার রেটিং।


৯ Volkswagen Polo- ২০১৪ সালে (Global NCAP) টেস্টিংয়ে যায় এই গাড়ি। প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৪ স্টার পেয়েছে এই গাড়ি। ছোটদের সুরক্ষার ক্ষেত্রে পেয়েছে ৩ স্টার রেটিং। এমনিতেই জার্মান কার মেকার হিসাবে বাজারে সুনাম রয়েছে এই কোম্পানির। 


১০ Renault Triber MPV- চলতি বছর জুনেই এই গাড়ি ৪ স্টার সেফটি রেটিং পায়।প্রাপ্তবয়স্ক যাত্রীদের সুরক্ষায় ৪ স্টার পেয়েছে এই গাড়ি।  ছোটদের সুরক্ষার ক্ষেত্রে এসেছে ৩ স্টার রেটিং। 


আরও পড়ুন Maruti Suzuki Jimny: মহিন্দ্রা থারের সঙ্গে হবে 'টক্কর', জিমনির টিজার ছাড়ল মারুতি


আরও পড়ুন : Tata Punch: আশ্বস্ত হবেন ক্রেতা, সুরক্ষার পরীক্ষায় এই নম্বর পেল পাঞ্চ


আরও পড়ুন : Audi Q5 Launch : ভারতে প্রোডাকশন শুরু, কবে লঞ্চ হবে এই প্রিমিয়াম এসইউভি ?


আরও পড়ুন : Bajaj Pulsar 250 আসছে বাজারে, জেনে নিন কী থাকছে নতুন ফিচারস