Tesla In India: ভারত সফরে আসার কথা বলে এবার চিনে পৌঁছে গেলেন এলন মাস্ক (Elon Musk In China)। তবে কি ভারতে হবে না আর মোদি-মাস্ক বৈঠক (PM Modi Elon Musk Meeting)  ? আপাতত স্থগিত ভারতের টেসলার পরিকল্পনা। স্টার লিঙ্ক নিয়েও কি ভেস্তে যাবে আলোচনা ? 


হবে না মোদি-মাস্ক বৈঠক ?
 গত ২১ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করার কথা ছিল মাস্কের। এ নিয়ে ভারতে ব্যাপক উৎসাহ দেখা দেয়। তবে শেষ মুহূর্তে তার যাত্রা পিছিয়ে দেন মাস্ক। নিজের এক্স হ্যান্ডেলে এই খবর নিশ্চিত করেন টেসলার সিইও। টেসলার সিইও বলেছিলেন যে তিনি বর্তমানে অনেক সমস্যার মুখোমুখি, তাই কয়েক মাস পরে তিনি ভারতে যাবেন। যদিও হঠাৎ করেই চিনে পৌঁছে গেছেন মাস্ক। বৈদ্যুতিক যানবাহন খাতে জায়ান্ট কোম্পানির জন্য চিন দ্বিতীয় বৃহত্তম বাজার। ভারতের পরিবর্তে তার চিন সফর নিয়ে চলছে নানা জল্পনা।


সেলফ ড্রাইভিং সফ্টওয়্যার চালু করার প্রস্তুতি
রয়টার্সের রিপোর্ট বলছে, এলন মাস্কের এই সফরের কথা কারও জানা ছিল না। সবাইকে অবাক করে বেজিং পৌঁছেছেন তিনি। এখানে তিনি চিন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন বলে খবর। চিনে সম্পূর্ণ সেলফ ড্রাইভিং সফ্টওয়্যার চালু করার বিষয়ে কথা বলতে তিনি বেজিং পৌঁছেছেন বলে ধারণা করা হচ্ছে। টেসলার ড্রাইভিং প্রযুক্তি যাতে উন্নত করা যায় সেজন্য তিনি এই সফ্টওয়্যার থেকে প্রাপ্ত ডেটা বিদেশে ব্যবহার করার জন্য চিন সরকারের কাছে অনুমতিও চাইবেন। এলন মাস্ক সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন যে সম্পূর্ণ সেলফ ড্রাইভিং সফ্টওয়্যার শীঘ্রই চিনে চালু হবে।


টেসলার সিইওর চিনে সমস্যা
 রিপোর্টে বলা হয়েছে, টেসলা ২০২১ সাল থেকেই চিনে তথ্য সংগ্রহ শুরু করে। এই ডেটা তিনি এখনও আমেরিকাতে নিয়ে যেতে পারেননি। টেসলা প্রায় 4 বছর আগে অটোপাইলট সফ্টওয়্যার চালু করেছিল। চিনা গ্রাহকরাও দীর্ঘদিন ধরে এ দাবি করে আসছেন। কিন্তু, টেসলা এখনও তাদের এই সফটওয়্যার দিতে পারেনি।


এলন মাস্ক একটি প্লান্ট বসানোর জন্য ভারতে আসবেন
গত কয়েক মাস ধরে এলন মাস্ক ভারতে একটি টেসলা প্ল্যান্ট স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। ভারত সরকার সম্প্রতি তার নতুন ইভি নীতিতে বিদেশি কোম্পানিগুলোকে অনেক ছাড় দিয়েছে। এর পরে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল যে টেসলার একটি দল খুব শীঘ্রই ভারত সফরে যাচ্ছে। এই দলটি টেসলা প্ল্যান্ট স্থাপনের সঠিক জায়গা খুঁজতে ভারতে আসতে চলেছে। অনেক রাজ্য সরকারও টেসলা প্ল্যান্ট স্থাপনে উৎসাহী ছিল। এমনকি প্ল্যান্ট নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং টেসলার মধ্যে আলোচনার দাবি ছিল। মনে করা হচ্ছিল, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করার পরই ভারতে প্রবেশের ঘোষণা করবেন মাস্ক।


IREDA Share Price : সোমেই দুর্দান্ত লাভ দেবে এই সরকারি স্টক ? পেয়েছে এই তকমা