Dhoni Fake Post Asking For Money: ক্রিকেটের ভরা মরসুম। আর এর মধ্যে ক্যাপটেন কুল মহেন্দ্র সিং ধোনি চলে গিয়েছেন কোথাকার কোনও এক গ্রামে। সঙ্গে আবার টাকা পয়সা নিয়ে যেতে ভুলে গিয়েছেন। রয়েছে শুধু ফোন। তাই দিয়ে নিজের সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। লিখেছেন, ‘আমার কিছু টাকা দরকার। ৬০০ টাকা মতো কেউ আমাকে পাঠাও….।’ 


সম্প্রতি এমনই এক পোস্ট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়‌। প্রমাণ হিসেবে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি সেলফিও। কিন্তু আদতে এর পুরোটাই ভুয়ো। কারণ এই পোস্টটি মোটেই মহেন্দ্র সিং ধোনির নয়‌। আর টাকা পাঠালে ঠকতে হবে পুরোপুরি। সাম্প্রতিককালের এমন একটি পোস্ট নিয়েই এবার সতর্ক করল ভারতের টেলিকম মন্ত্রক। শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মন্ত্রক জানায়, এই পোস্টটি আদতে একটি ফাঁদ। এর মধ্যে কেউ যেন ভুলেও পা না দেন। পোস্টটি ইনস্টাগ্রামে করা হয়েছে। ধোনির পোস্টটি শেয়ার করেছে টেলিকম মন্ত্রক। ওই পোস্টে ‘ভুয়ো’ ধোনি লিখেছেন, ‘আমাকে ৬০০ টাকা ফোনপে করে দাও প্লিজ যাতে বাড়ি ফিরতে পারি‌। আমি বাড়ি ফিরেই ওই টাকা ফেরত পাঠিয়ে দেব।’


টেলিকম মন্ত্রক পোস্টের ক্যাপশনে লেখে, এমন পোস্ট করে কেউ কেউ বোল আউট করে দিতে পারে আপনাকে। তাই এই জাতীয় পোস্ট দেখলেই আগে রিপোর্ট করতে হবে সঞ্চারসাথী পোর্টালে গিয়ে। টেলিকম মন্ত্রক লেখে, ধোনি স্টাম্প আউট করার থেকেও বেশি বেগে গিয়ে রিপোর্ট অর্থাৎ অভিযোগ জানাতে হবে!


সঞ্চারসাথী পোর্টালে কিভাবে অভিযোগ জানাবেন ?



  • সঞ্চার সাথী পোর্টালে গিয়ে প্রথমে রিপোর্ট ফ্রড কমিউনিকেশন বা চক্ষু অপশনটিতে ক্লিক করতে হবে।

  • এরপরে পেজে গিয়ে কন্টিনিউ রিপোর্টিং করতে হবে।

  • এর পরের পেজে আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে বলা হবে।

  • এই পেজে প্রথমেই আপনাকে কিভাবে প্রতারণা করার চেষ্টা হয়েছে সেই তথ্যটি দিতে হবে।

  • এরপর কি নিয়ে প্রতারণা করার চেষ্টা হয়েছে সেই তথ্যটি দিতে হবে ।

  • সঙ্গে জমা দিতে হবে ঘটনাটির একটি ছবি বা স্ক্রিনশট।

  • এর পরে জানাতে হবে ঠিক কখন ও কবে এই ঘটনাটি ঘটেছে।

  • পরবর্তী ধাপে ঘটনাটির একটি বিবরণ লিখতে হবে।

  • এই পেজে সমস্ত তথ্য দেওয়ার পরে নিজের নাম ফোন নাম্বার দিতে হবে।

  • এরপর ওটিপি ভেরিফিকেশন করতে হবে।

  • ওটিপি ভেরিফিকেশন হয়ে যাওয়ার অর্থ আপনার অভিযোগটি সঠিকভাবে জমা পড়েছে।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -  Whatsapp Controversy Explained : সত্যিই কি ভারত ছাড়তে চাইছে হোয়াটসঅ্যাপ? কী নিয়ে বিবাদের জের ? নেপথ্যে কী