Tesla In India: টেসলা নিয়ে সব জল্পনায় জল ! আপাতত ভারত সফরে আসছেন না টেসলা প্রধান এলন মাস্ক (Elon Musk)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে বৈঠক করবেন না তিনি। নিজেই এক্স হ্যান্ডেলে এই খবর নিশ্চিত করেছেন মাস্ক।


ভারত সফর নিয়ে কী বলছেন মাস্ক


এক্স হ্যান্ডেলে শুক্রবার রাতে মাস্ক লিখেছেন, দুর্ভাগ্যবশত এখন টেসলায় কিছু বাধ্যবাধকতার জন্য ভারত সফর স্থগিত করতে হচ্ছে তাঁকে। যদিও চলতি বছরের শেষের দিকেই ভারতে আসার জন্য তাকিয়ে রয়েছেন তিনি। 


কেন মাস্কের বৈঠক ঘিরে এত আশা


ভারত সফরে নতুন স্পেস স্টার্টআপগুলির সঙ্গে বৈঠক করার কথা ছিল টেসলা প্রধানের। সবথেকে বড় বিষয়, ভারতে 'মেক ইন ইন্ডিয়া'র ব্রিগেডে নাম লেখানোর কথা ছিল টেসলার। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশে টেসলার কারখানা গড়ার কথা ছিল মাস্কের। এ ছাড়াও বেশকিছু আলাদা পরিকল্পনা নিয়ে সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক ছিল তাঁর। বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি বাজারকে লক্ষ্য় করেই ভারত সফরে আসার কথা ছিল মাস্কের। যদিও আপাতত থমকে গেল সব পরিকল্পানা। 



১০ শতাংশের বেশি কর্মী ছাঁটাই


সম্প্রতি, টেসলা মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের বাজারে বিক্রির মন্দার সঙ্গে লড়াই করছে। যার জেরে কোম্পানি ১০ শতাংশের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে।কোম্পানি ইন্টারনাল ইমেলে তার বিশ্বব্যাপী কর্মশক্তির ১০ শতাংশের বেশি ছাঁটাই করবে বলে জানিয়েছে। সূত্রের খবর, গত কয়েক মাস ধরে এই বিষয়ে কোম্পানির মধ্যে কথাবার্তা চলছিল। ছাঁটাই দেখে মনে হচ্ছে, হয়তো এক রাউন্ড ছাঁটাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে সংস্থা। শোনা যাচ্ছে, টেসলা পরিচালকমণ্ডলীর সদস্য়দের দলের সদস্যদের রিভিউ অ্যাপ্রাইজাল বন্ধ রাখতে বলেছিলেন। এরফলে কিছু কর্মচারীর বার্ষিক রিভিউ বাতিল করে স্টক রিওয়ার্ড বন্ধ করা হয়েছে। 


কী কাজ বন্ধ করেছে কোম্পানি
টেসলা ইতিমধ্যেই গিগাফ্যাক্টরি সাংহাইতেও উৎপাদন কমিয়ে দিয়েছে। এতদিন গুজব ভাবলেও এখন এই খবরগুলি নিশ্চিত করা হয়েছে। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, মাস্কের পাঠানো একটি কোম্পানি-ব্যাপী ইমেলে সম্প্রতি ফাঁস হয়ে যায়। তারপরই এই বিষয়ে জানা গেছে। কিছু কর্মচারীকে ইতিমধ্যেই সিস্টেমে  লক আউট করা হয়েছে। অন্তত তেমনই রিপোর্ট সামনে আসছে।


 


আরও পড়ুন: Tesla Layoffs: ১০ শতাংশের বেশি কর্মী ছাঁটাই, এবার টেসলায় কাজ হারাবেন বহু