Pension Scheme: এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ঘোষণা করেছে যে এমপ্লয়িজ পেনশন স্কিমের অধীনে থাকা সমস্ত পেনশনভোগীরা এই মাসের অর্থাৎ অক্টোবরের পেনশন পেয়ে যাবেন দীপাবলির আগেই। আজ ২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবারই পেনশনভোগীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এই মাসের পেনশনের টাকা। রিটায়ারমেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO Update) পক্ষ থেকে এমনটাই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২৫ অক্টোবর ইপিএফওর একটি সার্কুলারে বলা হয়, যে আগামী উৎসবের আবহে দীপাবলি ও অন্যান্য অনুষ্ঠান পপর থাকার কারণে বহু ছুটির দিন রয়েছে। আর তাই অক্টোবর মাসের পেনশন আজ ২৯ তারিখেই দেওয়া হবে। এর মাধ্যমে জানানো হল যে পেনশনভোগীরা (Pension Scheme) কোনো দেরি ছাড়াই তাদের পেনশন এই মাসে আগে আগেই পেয়ে যাবেন। ফলে উৎসবের মরশুমে ৩১ অক্টোবর যেহেতু ছুটির দিন রয়েছে, তাই ৩০ অক্টোবরই পেনশনভোগীরা তাদের পেনশন তুলে নিতে পারবেন।
ইপিএফও জানিয়েছে তারা সমস্ত আঞ্চলিক ও জেলা স্তরের অফিসগুলিকে যথাযথ নির্দেশ দিয়েছে যাতে তারা ব্যাঙ্কগুলিকে যথাযথ এবং উল্লিখিত সময়ের মধ্যে নির্দিষ্ট কাজ সুসম্পন্ন করে, পেনশনভোগীদের কোনও সমস্যা যেন না হয়। ১৯৯৫ সালের এই এমপ্লয়িজ পেনশন স্কিম একটি সামাজিক সুরক্ষা প্রকল্প যা দেশের সংগঠিত সেক্টরে কর্মরত মানুষকে অবসরের পরে আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে।
এই প্রকল্পে কর্মী এবং সংস্থা উভয়েই সমানভাবে বিনিয়োগ করে থাকে। কর্মীর বেসিক স্যালারির ১২ শতাংশ যায় এই ইপিএস স্কিমে এবং সংস্থার ৮.৩৪ শতাংশ যায় সেই কর্মীর ইপিএসে জমা করার জন্য। ইপিএফওর সদস্যরাই কেবলমাত্র এই পেনশন প্রকল্পের সুবিধে পাবেন যারা ন্যূনতম ১০ বছর চাকরি করেছেন এবং আর্লি পেনশন পাওয়ার জন্য ন্যূনতম ৫০ বছরে পদার্পণ করেছেন। আর নিয়মিত পেনশনের সুবিধে পাওয়ার জন্য কর্মীর বয়স হতে হবে ন্যূনতম ৫৮ বছর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের অধীনে চলে এই ইপিএস স্কিম যা কিনা নতুন এবং পুরনো উচয় ইপিএফও সদস্যের জন্যই প্রযোজ্য হয়। বর্তমানে ইপিএসের অধীনে ন্যূনতম পেনশনের অঙ্ক হল ১ হাজার টাকা এবং সর্বোচ্চ পেনশন ৭৫০০ টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Rojgar Mela: রোজগার প্রকল্পে সরকারি চাকরি পেল ৫১ হাজার যুবক, নিয়োগপত্র দিলেন মোদি