কলকাতা: জীবনে চলতে গেলে কত বাধার সম্মুখীন হতে হয় আমাদের। কিন্তু এরই মধ্যে নিজেদের এগিয়ে নিয়ে চলি আমরা। এক এক জনের সময়স এক একরকমের। কারও আর্থিক, কারও শারীরিক, কিন্তু সংগ্রাম তো থেমে থাকে না। তা চালিয়ে নিয়ে যেতে হয়। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি স্কুটার চালিয়ে খাবারের ডেলিভারি করছেন।
শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও তার দৃঢ় সংকল্প যেন আলো হয়ে উঠছে কারও কারও কাছে। সোশাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে সেই পজিটিভ মনোভাবের প্রতিফলন হিসেবে। হৃদয় স্পর্শ করেছে নেটিজেনদের।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জোম্যাটোর লাল রঙের সংস্থার টি শার্ট, প্যান্ট, চোখে চশমা এবং পিঠে খাবারের ব্যাগ। তবে নেই দুটি হাতই। বিশেষভাবে সক্ষম ফুড ডেলিভারি বয় স্কুটার চালিয়েই ঘরে ঘরে ঘুরে খাবার পৌঁছে দিচ্ছে উৎসবের আবহে।
দীপাবলির আবহে অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলিতে ব্যস্ততাও বেড়েছে। এই আবহে রোজগার কিছুটা বৃদ্ধি করে সংসার চালাতে তাই হাসিমুখে কাজটি করে চলেছেন তিনি। ওই ভিডিওতে দেখা যায়, কীভাবে এই কাজ করছেন, এই প্রশ্নের উত্তরে সহাস্য জবাব দেন ওই ব্যক্তি। দু'হাত ছাড়া স্কুটি চালিয়ে যেভাবে কাজ করে চলেছেন তিনি তার মনোভাবকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।
আরও পড়ুন, বাইকের সাইলেন্সরে ভয়ঙ্কর আওয়াজ কেন? ধমক দিতেই বাবাকে ডেকে এনে পুলিশকে মার যুবকের
তবে কাজটি যে মোটেও সহজ নয় তা ভিডিও দেখে স্পষ্ট। অত্যন্ত ঝুঁকির সঙ্গে স্কুটির হ্যান্ডেলে ভারসাম্য রেখে তা চালিয়ে যান তিনি। ইতিমধ্যেই ১৬ হাজারেরও বেশি ভিউ এসেছে। এই লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অনেকে। অনেকে বলেছেম এই মানসিকতা উৎসাহ হয়ে উঠুক আরও অনেক মানুষের কাছে। এই মনের জোর যেন জীবনের সব প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে দিয়ে এগিয়ে চলার পাথেয় হোক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে