Provident Fund: বেশি পেনশন পাওয়ার আবেদনের সমসীমা বাড়াল সরকার। কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা (EPFO)-র পেনশন স্কিম (EPS) নিয়ে নেওয়া হল নতুন সিদ্ধান্ত। ১৩ মার্চ এই বিজ্ঞ্প্তি জারি করে ওই ঘোষণা করা হয়েছে । নতুন নোটিসে কী বলেছে EPFO ? 

EPFO Update: নতুন করে আরও পেনশন পাওয়ার সময়সীমা বাড়ানো হয়েছেসম্প্রতি আরও পেনশনের আবেদন করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে EPFO। ১৩ মার্চ ২০২২-তে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। এখন আপনি কর্মচারী পেনশন স্কিমের অধীনে প্রাপ্ত পেনশনের সীমা বাড়ানোর জন্য ৩ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। মনে রাখবেন, ১ সেপ্টেম্বর ২০১৪-র আগে যে সব কর্মচারী ইপিএস সদস্য ছিলেন, তারা পেনশন বেছে নেওয়ার সুবিধা পাচ্ছেন। এর আগে ইপিএস বেশি পেনশনের জন্য আবেদনের সময়সীমা ৩ মার্চ রেখেছিল, যা এখন বাড়িয়ে ৩ মে করা হয়েছে। 

Provident Fund: কী বলা হয়েছিল বিজ্ঞপ্তিতে?ইপিএফও-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০১৪-র আগের ইপিএস কর্মীদের আরও পেনশনের জন্য আবেদন করা থেকে ছাড় দেওয়া হয়েছে।  এরপরে ৫  জানুয়ারি ২০২৩ তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হয়। EPFO বিজ্ঞপ্তি অনুসারে, এই পেনশনের জন্য আবেদন করার শেষ তারিখ ছিল  ৩মার্চ ২০২৩, কিন্তু কর্মচারী ও সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির অনুরোধের পরে এই সময়সীমা এখন ৩ মে ২০২৩ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

EPFO Update: আরও পেনশন পেতে কীভাবে আবেদন করতে হবে১ আরও পেনশন পেতে  ইপিএস সদস্যকে কাছের ইপিএফও অফিসে যেতে হবে।২ এর পরে আবেদনপত্রের সঙ্গে সব প্রয়োজনীয় কাগজপত্র সেখানে জমা দিতে হবে।৩ এর সঙ্গে জয়েন্ট অপশনে ডিসক্লেমার ও ডিক্লেয়ারেশনের অপশন সিলেক্ট করতে হবে।৪ পরবর্তীতে আপনাকে একটি রসিদ নম্বর দেওয়া হবে।৫ এখানে আপনার আবেদন ক্রস চেক করা হবে । আপনাকে এসএমএস বা ইমেলের মাধ্যমে জানানো হবে।৬ এর পরে পিএফ তহবিল নিষ্পত্তির জন্য যৌথ ফর্মের কর্মচারীর সম্মতিও প্রয়োজন হবে।৭ এই পর্বে আপনার ফোনে আধারের সঙ্গে লিঙ্ক করা নম্বরে OTP আসবে, সেটি লিখুন।৮ মনে রাখবেন, EPFO-র অধীনে, কর্মচারী ও নিয়োগকর্তারা বেতনের ১২:১২  শতাংশ অবদান রাখেন। নিয়োগকর্তার অবদানের ১২ শতাংশের মধ্যে, ৩.৬৭ শতাংশ ইপিএফ ও ৮.৩৩ শতাংশ ইপিএস-এ জমা থাকে। 

Train Fare Concession : ট্রেনের ভাড়ায় প্রবীণ নাগরিকরা পাবেন ছাড় ? ভারতীয় রেলে নতুন আপডেট