Continues below advertisement


Provident Fund : এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশেনের (EPFO) সদস্য হলে আপনার জন্য রয়েছে সুখবর। ১৫ জানুয়ারি এই নতুন নির্দেশিকা ঘোষণা করেছে EPFO কর্তৃপক্ষ। যেখানে বলা হয়েছে, নতুন অফিসে যোগ দিলে প্রাক্তন ও বর্তমানের নিয়োগকর্তার কাছে আবেদন না করেই প্রভিডেন্ট ফান্ড অ্য়াকাউন্ট ট্রান্সফার (PF Account Transfer) করা যাবে। 


তবে সবাই পাবে না এই সুবিধা।  এবার থেকে কর্মচারীরা নিজেরাই EPFO ​​পোর্টালের মাধ্যমে ব্যক্তিগত বিবরণ যেমন নাম, জন্মতারিখ, স্ত্রীর নাম, ম্যারেজ স্ট্যাটাস, ন্যাশানালিটি, জেন্ডার ও কর্মসংস্থানের তারিখগুলির ত্রুটি সংশোধন করতে পারবেন। নিয়োগকর্তার অনুমতি ছাড়া ট্রান্সফার করতে গেলে কী যোগ্যতা প্রয়োজন।


এই নতুন সুবিধা ব্যবহার করতে আপনাকে এই শর্তগুলি পূরণ করতে হবে


১ এই ক্ষেত্রে অবশ্য়ই আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) অবশ্যই আধারের সঙ্গে যুক্ত থাকতে হবে।


২  কেওয়াইসি থাকতে হবে আধার, প্যান ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ আপনার অ্যাকাউন্টের বিশদ বিবরণ EPFO ​​সিস্টেমে যাচাই করানো উচিত।


৩  উভয় PF অ্যাকাউন্টই EPFO ​ পরিচালিত হতে হবে। তবেই এই ট্রান্সফারের সুবিধা পাবেন।


৪ EPFO ​​পোর্টালে আপনার পূর্ববর্তী নিয়োগকর্তার রেকর্ডে আপনার কোম্পানি ছাড়ার তারিখ আপডেট করা আবশ্যক।


নিয়োগকর্তার অনুমতি ছাড়াই পিএফ ট্রান্সফার করুন এভাবে


১  EPFO ​ পোর্টালে লগ ইন করুন


২ আপনার অ্যাকাউন্টে যেতে আপনার UAN, পাসওয়ার্ড ও ক্যাপচা লিখুন।


৩  এখানে ট্রান্সফারের অনুরোধ করুন


৪ 'অনলাইন পরিষেবা' ট্যাবে যান।


৫  ‘One Member – One EPF Account (Transfer Request)’ সিলেক্ট করুন।


 ব্যক্তিগত এবং কর্মসংস্থানের বিবরণ যাচাই করুন


এখানে আপনার ব্যক্তিগত তথ্য ও পিএফ অ্যাকাউন্টের বিবরণ সঠিক কিনা তা নিশ্চিত করুন।


আপনার আগের কাজের পিএফ অ্যাকাউন্ট দেখতে ‘Get Details’ এ ক্লিক করুন।


এই পর্বে অটোমেটিক ভেরিফিকেশন সিলেক্ট করুন


নিয়োগকর্তা অবাধে অ্যাকাউন্ট ট্রান্সফারে বাধা না দিলে সিস্টেম আপনাকে আপনার বর্তমান বা আগের নিয়োগকর্তার অনুমতি না নিয়েই এগিয়ে যাওয়ার অনুমতি দেবে।


ভেরিফিকেশন শেষ করুন ও জমা দিন
এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড পেতে ‘Get OTP’-এ ক্লিক করুন।


এই পর্বে OTP লিখুন ও আপনার ট্রান্সফার রিকোয়েস্ট জমা দিন।


 আপনার আবেদনের বর্তমান স্থিতি দেখতে থাকুন


সব জমা দেওয়ার পরে, 'ট্র্যাক ক্লেম স্ট্যাটাস' বিভাগের অধীনে আপনার ট্রান্সফার রিকোয়েস্টের স্থিতি দেখুন।


আরও পড়ুন : Kite Flying Tips: ঘুড়ি ওড়ালে ২ বছরের জেল ! ১০ লক্ষ টাকা জরিমানা ?