মুম্বই: চলতি বছরই বিয়ে সেরছেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। বিয়ের কিছুদিন পরই আলিয়া তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট দিয়ে ঘোষণা করেন যে, তাঁদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে। প্রথম বিয়ে আর তারপরই সন্তান হতে চলার খবরে অত্যন্ত উত্তেজিত দুই তারকার অনুরাগীরা। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে শোনা গিয়েছে যে, রণবীর-আলিয়ার (Ranbir Alia Updates) সংসারে নাকি আসতে চলেছে যমজ সন্তান। সত্যিই কি তাই? আসল খবরটা জানিয়ে দিলেন পর্দার 'রকস্টার'।


রণবীর-আলিয়ার ঘরে যমজ সন্তান আসছে?


আগামী ২২ জুলাই মুক্তি পেতে চলেছে রণবীর কপূরের বহু প্রতীক্ষিত ছবি 'শামশেরা'। দীর্ঘ ৪ বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন তিনি। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'সঞ্জু' ছবিতে। এরপর মাঝে বেশ কিছুটা বিরতি নেন। সম্প্রতি বহু প্রতীক্ষিত ছবি 'শামশেরা'র প্রচারে এক সাক্ষাৎকারে রণবীর কপূরকে তাঁদের সন্তানের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। তখনই খোলাখুলি উত্তর দিলেন অভিনেতা। তাঁকে দুটি সত্য আর একটি মিথ্যে কথা বলতে বলা হয়। সেই প্রশ্নের উত্তরে রণবীর কপূর বলেন, 'আমার যমজ সন্তান আসতে চলেছে। আমি বড় একটি মাইথোলজিকাল ছবির অংশ হতে চলেছি। আমি কাজ থেকে দীর্ঘ বিরতি নিতে চলেছি।' অভিনেতার এই মন্তব্যের পরই জল্পনা ছড়ায় যে, তাহলে কি রণবীর আলিয়ার সংসারে যমজ সন্তান আসতে চলেছে! ফের তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রণবীর বলেন, 'কোনও বিতর্ক তৈরি করবেন না। আমাকে তিনটি কথা বলতে বলা হয়েছিল। দুটো সত্যি আর একটা মিথ্য কথা বলতে বলা হয়। আমি বলেছি। এবার, কোনটা দুটো সত্যি আর কোনটা মিথ্যে, তা বলব না।'


আরও পড়ুন - Allu Arjun: 'পুষ্পা' ছবিতে কেন একটা কাঁধ তুলে হাঁটেন আল্লু অর্জুন? জানা গেল আসল কারণ


প্রসঙ্গত, চলতি বছরটা একটু বেশিই স্পেশাল রণবীর কপূরের জীবনে। ব্যক্তিগত জীবনে যেমন চলতি বছরই তিনি বিয়ে সেরেছেন। আর বাবা হতে চলার কথা জানা গিয়েছে। পেশাদার জীবনেও দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে পর-পর দুটি ছবি মুক্তি পেতে চলেছে তাঁর। প্রথমে মুক্তি পাবে 'শামশেরা'। আর তার ৪৫ দিন পরই মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে প্রথমবার পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে রণবীর-আলিয়াকে।