Meteor 350 Price Hiked: ফের একবার কোম্পানির অন্যতম সেরা ক্রুজার বাইকের দাম বাড়াল রয়্যাল এনফিল্ড(Royal Enfield)। এবার তাদের Meteor 350 বাইকের দাম বাড়িয়েছে কোম্পানি। আপনি যদি মিটিয়র ৩৫০ কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে জেনে নিন এই বাইকের ভ্যারিয়েন্ট অনুযায়ী নতুন দাম।


Royal Enfield Meteor 350: কোন রঙের নতুন কী দাম ?
কোম্পানি জানিয়েছে জুলাই থেকেই এই বাইকের দাম বাড়িয়েছে কোম্পানি। এর ফায়ারবল লাল, হলুদ, নীল ও সবুজের দাম ৩৫৯১ টাকা বাড়ানো হয়েছে। একই সময়ে স্টেলার ব্লু, লাল, কালো ভ্যারিয়েন্টে দাম বেড়েছে ৪৫৯১ টাকা। স্টেলার পিওর ব্ল্যাক কাস্টম এর দাম ২৭৫৪ টাকা বাড়ানো হয়েছে। একই সময়ে এর সেরা মডেল সুপারনোভা রেড/ব্রাউন ও ব্লু-এর দাম ৪৫৯২ টাকা বাড়ানো হয়েছে।


Meteor 350 মূল্যের ওঠানামা


তবে বিক্রি শুরুর পর এই প্রথমবার নয়, অতীতে বেশ কয়েকবার বাড়ানো হয়েছে এই বাইকের দাম। কোম্পানি চলতি বছরের এপ্রিলে Meteor 350-এর দাম ৪২২৫ টাকা বাড়িয়েছিল। পরে মে মাসে এর দাম ৫,০০০ টাকা কমানো হয়েছিল। এখন ফের দাম বাড়ানোর পথে হাঁটল কোম্পানি।


Royal Enfield Meteor 350 রঙের বিকল্প


কেনার আগে মনে রাখবেন, Meteor 350 -তে এখন আর ট্রিপার ন্যাভিগেশন দেওয়া হয় না। সম্প্রতি Meteor 350-র তিনটি নতুন রঙ আনা হয়েছে, যার সঙ্গে ক্রুজার বাইকটি এখন মোট ১৩টি পেইন্ট স্কিমে পাবেন। এছাড়াও কোম্পানি শীঘ্রই এই বাইকের একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে।অটো সাইটগুলির মতে, আগামী কয়েক মাসের মধ্যেই দেশে বেশ কয়েকটি নতুন বাইক আনার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। শোনা যাচ্ছে, নেক্সট জেনারেশন বুলেট ৩৫০ আনতে চলেছে কোম্পনি। লঞ্চ হওয়ার পর থেকেই দেশে বুলেট খুবই জনপ্রিয় বাইক। আগামী বছরের শুরুতে এই বাইকটি দেশে রাস্তায় দেখা যাবে বলে খবর। খুব শীঘ্রই এই বাইকটির উৎপাদন শুরু হবে।



Upcoming Premium Bikes: শীঘ্রই এই প্রিমিয়াম বাইকগুলি আসবে ভারতে, রয়েছে এই মডেলগুলির নাম