Employee Provident Fund: নিয়োগকর্তা এবং সংস্থার কর্মীদের জন্য বেশ কিছু নিয়মে বদল এনেছে ইপিএফও সংস্থা। নানা সময়েই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO New Rule) তাদের নিয়মে বদল করে থাকে। এবারে সর্বশেষ ইপিএফও (EPFO) এমন একটি নিয়মে বদল এনেছে যাতে কর্মচারীরা অবাক হলেও স্বস্তি মিলেছে নিয়োগকর্তাদের। তাদের এখন থেকে বেশি জরিমানা দিতে হবে না, চাপ কমল নিয়োগকর্তাদের। কী বদল হয়েছে নিয়মে ?


শ্রম মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করেছে এই নিয়ম বদলের


এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO New Rule) এমন একটি নিয়মে বদল এনেছে যা কিনা কর্মীদের পেনশন, প্রভিডেন্ট ফান্ড, বিমা ইত্যাদি জমা না করতে পারার জন্য নিয়োগকর্তাদের উপর কার্যবিধির সঙ্গে সম্পৃক্ত। ভারতের শ্রম মন্ত্রক সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এই নতুন নিয়মে বদলের বিষয়ে অবগত করেছে। সেই বিজ্ঞপ্তি অনুসারে, এখন থেকে কোনও নিয়োগকর্তা যদি তাদের কর্মীদের পিএফ, বিমা কিংবা পেনশন জমা করতে ভুল করে, তাহলে তাদেরকে কম জরিমানা দিতে হবে।


জরিমানার অঙ্ক কমিয়ে আনা হয়েছে


গতকাল শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPFO New Rule) সঙ্গে সংযুক্ত দুটি বিশেষ প্রকল্প এমপ্লয়িজ পেনশন স্কিম এবং এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনসিওরেন্স স্কিমে যদি কোনও নিয়োগকর্তা সংস্থা কর্মীদের জন্য টাকা জমাতে ভুল করে বা ডিফল্টার হয়, সেক্ষেত্রে জমানো এরিয়ারের উপর ১ শতাংশ হারে প্রতি মাসে অর্থাৎ বছরে ১২ শতাংশ জরিমানা দিতে হবে নিয়োগকর্তাকে। এর আগে এই তিনটি প্রকল্পে টাকা না জমা করলে সংস্থাগুলিকে ২৫ শতাংশ হারে জরিমানা দিতে হত।


১৫ জুন থেকেই কার্যকর হয়েছে এই নিয়ম


ভারতের কেন্দ্রীয় শ্রম মন্ত্রক জানিয়েছে, এই পরিবর্তনগুলি যেদিন বিজ্ঞপ্তি জারি হয়েছে সেদিন থেকেই কার্যকর হবে। এর অর্থ হল নিয়োগকর্তাদের জরিমানা কমানোর এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বিগত ১৫ জুন শনিবার থেকেই। সেই সমস্ত সংস্থা যাদের ডিফল্ট পিরিয়ড অনেক দীর্ঘ হতে চলেছে, তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত অনেকটাই সুরাহা এনে দেবে।


কোভিড অ্যাডভান্স বন্ধ করেছে ইপিএফও


এছাড়াও সম্প্রতি ইপিএফও সংস্থা আরেকটি নিয়মে বদল এনেছে। করোনা মহামারীর পরে ইপিএফও সমস্ত কর্মীদের কোভিড অ্যাডভান্সের সুবিধা দিত। এখন সেই সুবিধা প্রত্যাহার করে নিতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এই অ্যাডভান্স ফেসিলিটির জন্য পিএফ অ্যাকাউন্ট যাদের আছে, তারা চাইলে কোনও আর্থিক প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকা তুলে নিতে পারতেন। তবে এই সুবিধে বন্ধ হলেও পিএফ অ্যাকাউন্ট থেকে অন্যভাবে টাকা তোলার সুবিধে এরপরেও পাবেন কর্মীরা।


আরও পড়ুন: Petrol Diesel Rate: ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের ! লিটারে ৩ টাকা চড়ল দাম, কোথায় ?