কলকাতা: কলকাতায় ফের বেপরোয়া ভাবে বাইক চালানোর জেরে মৃত্যু হল এক যুবকের। রবিবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি (Bike accident) ঘটেছে সার্ভে পার্ক থানা (Survey park police station) এলাকায়। মৃত যুবকের নাম এবং পরিচয় এখনও জানা যায়নি। 


পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে রুবি হাসপাতালের সংলগ্ন রবি ঠাকুরের মোড় থেকে গড়িয়ার দিকে যাওয়ার পথে ওই বাইক চালক রাস্তার ধারে থাকা একটি গার্ডরেলে ধাক্কা মারেন। এর জেরে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক চালকের। বাইকের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।


আরও পড়ুন: Kolkata Shootout: কলকাতা শ্য়ুটআউটকাণ্ডে পাকড়াও ৪! এখনও পলাতক সোনা


খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি কেন এই দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Suvendu Adhikari: কোচবিহারে গিয়ে দলের ঘরছাড়া কর্মী-সমর্থকদের আতঙ্কের কথা শুনলেন শুভেন্দু, 'বৈঠক এড়ানোর' খোঁচা কুণালের