নয়াদিল্লি: গত ১ নভেম্বর থেকেই প্রায় ২৫ কোটি  প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে (provident fund accounts) সুদ দিতে শুরু করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) (Employees' Provident Fund Organisation -EPFO)। অবসরকালীন তহবিল সংক্রান্ত এই সংস্থা একটি ট্যুইট বার্তায় সম্প্রতি জানিয়েছে যে, প্রভিডেন্ট ফান্ড জানিয়েছে যে, এবার প্রভিডেন্ট ফান্ডে সুদের হার অপরিবর্তিত থাকছে। ২০২০-২১ অর্থবর্ষে  আগের বছরের মতোই ৮.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। ইপিএফও অফিসে না গিয়েও অ্যাকাউন্ড হোল্ডাররা তাঁদের অ্যাকাউন্টে ব্যালান্স দেখে নিতে পারবেন।


দেখে নেওয়া যাক, কীভাবে চেক করা যাবে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স।


১. ইপিএফও ডিপোজিট হোল্ডাররা ‘EPFOHO UAN ENG’ টেক্সট মেসেজ লিখে 7738299899 নম্বরে পাঠিয়ে তাঁদের পিএফ ব্যালেন্স ও সুদ দেখে নিতে পারবেন।


২. ইউজারদের প্রেফার্ড ল্যাঙ্গুয়েজের প্রথম তিন অক্ষর উল্লিখিত ফরম্যাটে টাইপ করতে হবে।


৩. মেসেজের শেষ তিনটি সংখ্যা পছন্দের ভাষার ইঙ্গিত দেয়।


৪.  ইপিএফও হিন্দি, বাংলা,তামিল, মরাঠি, গুজরাতি, কন্নড়, পঞ্জাবি, তেলগু, মলায়লম-এই নয়টি ভাষায় পরিষেবা দেয়।


৫. সাবস্ক্রাইবারদের ইউএএন-এর সঙ্গে নথিভূক্ত মোবাইল নম্বর থেকে টেক্স মেসেজ পাঠাতে হবে।


৬. এই ধাপগুলি অনুসরন করলে ইপিএফও ব্যালেন্সের বিস্তারিত বিবরণ, কেওয়াইসি বিস্তারিত সহ শেষ পিএফ কন্ট্রিবিউশন নথিভূক্ত মোবাইল নম্বরে পাঠাবে।


৭. নতুন ইউজারদের ইপিএফও পোর্টালে লগইন করতে হবে এবং প্রক্রিয়া শুরু করতে বিস্তারিত জানাতে হবে।


তবে ইপিএফও ওয়েবসাইট, মিসড কল ও উমাঙ্গ অ্যাপের মাধ্যমেও ইপিএফ ব্যালেন্স জানা যাবে।


কর্মীদের অবসরকালীন প্রয়োজনের জন্য প্রভিডেন্ট ফাণ্ড আর্থিক প্রোডাক্ট। ২০ বা তার বেশি কর্মী রয়েছে, এমন যে কোনও কোম্পানিই তাদের কর্মীদের বেতন থেকে ইপিএফ কাটতে পারে। ইপিএফে কোনও কর্মীর মূল বেতনের ১২ শতাংশ জমা হয়। অন্যদিকে, নিয়োগকারী সংস্থা এমপ্লয়িজ পেনশন স্কিমে ৮.৩৩ শতাংশ ও কর্মীর ইপিএফে ৩.৬৭ শতাংশ দেয়।


ইপিএফ তহবিলে সুদের হার নিয়ে ইপিএফও বার্ষিক ভিত্তিতে সিদ্ধান্ত নেয়।