লন্ডন: ব্রিটেনে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক। বহু মানুষ সংক্রমিত হচ্ছেন। এরই মধ্যে আশঙ্কা বাড়িয়ে একটি পোষ্য সারমেয়ও করোনা আক্রান্ত হল। ব্রিটেনের চিফ ভেটারিনারি অফিসার জানিয়েছেন, একটি পোষ্য সারমেয়র শরীরে করোনা ধরা পড়েছে। সারমেয়টি বাড়িতেই আছে। সে আপাতত স্থিতিশীল।


৩ নভেম্বর ওয়েব্রিজে অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট হেলথ এজেন্সি ল্যাবরেটরিতে সারমেয়টির করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় করোনা ধরা পড়ে। সারমেয়টির মালিক এর আগে করোনা আক্রান্ত হন। তাঁর মাধ্যমেই সারমেয়টি সংক্রমিত হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, সারমেয়টির মাধ্যমে তাঁর মালিক করোনা আক্রান্ত হয়েছেন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।


ইউকে হেলথ সিকিওরিটি এজেন্সির পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত হাত ধোয়া, বিশেষ করে কোনও প্রাণীর সংস্পর্শে আসার আগে এবং পরে হাত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে।


চিফ ভেটারিনারি অফিসার ক্রিস্টিন মিডলমিস জানিয়েছেন, ‘অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট হেলথ এজেন্সির পরীক্ষায় দেখা গিয়েছে, ব্রিটেনে একটি পোষ্য সারমেয়র শরীরে করোনা ধরা পড়েছে। সারমেয়টির চিকিৎসা চলছে। সে এখন সুস্থ হয়ে ওঠার পথে। সারমেয়র শরীরে করোনা সংক্রমণের ঘটনা বিরল। তবে সারমেয়টি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সারমেয়র শরীর থেকে মানুষের শরীরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। আমরা পরিস্থিতির উপর নজর রেখেছি। প্রয়োজনে সারমেয়র মালিকদের কিছু পরামর্শ দেব।’


ইউকে হেলথ সিকিওরিটি এজেন্সির কনসালট্যান্ট মেডিক্যাল এপিডেমিওলজিস্ট ড. ক্যাথারিন রাসেল জানিয়েছেন, ‘মানুষের থেকে মানুষের শরীরে করোনভাইরাস সংক্রমিত হয়। তবে কোনও কোনও পরিস্থিতিতে মানুষের শরীর থেকে প্রাণীদের শরীরে করোনা ছড়িয়ে পড়তে পারে। তাই যাঁরা পশু-পাখিদের সংস্পর্শে আসছেন, তাঁদের সতর্ক থাকা উচিত। প্রাণীদের সংস্পর্শে আসার আগে এবং পরে ভাল করে হাত ধুয়ে নেওয়া উচিত। করোনা পরিস্থিতিতে কীভাবে পোষ্যদের দেখাশোনা করবেন, সে বিষয়ে মালিকরা সরকারি নির্দেশিকা দেখে নিতে পারেন।’