EPFO New Rule: আজ ১ এপ্রিল, আজকের দিন দিয়েই শুরু হয়েছে নতুন অর্থবর্ষ ২০২৪-২৫। আর এই নতুন অর্থবর্ষের শুরুতেই বেশ কিছু আর্থিক নিয়ম বদলে গিয়েছে। নতুন আয়কর ব্যবস্থাই এবার থেকে ডিফল্ট ব্যবস্থা হিসেবে কার্যকর থাকবে। এছাড়া NPS, EPFO ইত্যাদি বিনিয়োগগুলির জন্য নিয়মেও কিছু কিছু বদল এসেছে। চাকরিজীবি ব্যক্তিদের জন্য প্রভিডেন্ট ফান্ডের (EPFO New Rule) এই পরিবর্তিত নিয়ম জেনে রাখাটা খুবই দরকার। কী বদল হয়েছে ইপিএফওর নিয়মে ?


প্রভিডেন্ট ফান্ডে কী বদল ?


সাধারণত প্রভিডেন্ট ফান্ডে আপনার বেতনের থেকে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে জমা হয় এবং যে সংস্থায় আপনি চাকরি করছেন সেই সংস্থারও তাতে একই পরিমাণ অবদান থাকে। এখন চাকরি বদল করলে, আগে নিজেকেই ইপিএফওর ওয়েবসাইটে গিয়ে চাকরিস্থল বদল করতে হত, ফান্ড ট্রান্সফার করাতে হত। আর ফান্ড ট্রান্সফার না করালে একটা সময় পর আগের অ্যাকাউন্টে জমান টাকা আর পাওয়া যেত না। এবার গ্রাহককে নিজে থেকে আর এই ফান্ড ট্রান্সফার করাতে হবে না। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবেই এই ফান্ড আপনার নতুন চাকরিস্থলের হিসেবে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। অবসর গ্রহণের সময় এই প্রভিডেন্ট ফান্ডে (EPFO New Rule) জমান টাকা একবারে তুলে নিতেও আর কোনও সমস্যা হবে না গ্রাহকের। বিভিন্ন কোম্পানিতে কাজ করলেও এবার থেকে এই প্রভিডেন্ট ফান্ড ম্যানেজ করা আর কোনও জটিল বিষয় নয়।


আরও কী বদল হচ্ছে ১ এপ্রিল থেকে ?


আয়কর জমার ক্ষেত্রে আগে করদাতারা যে কোনও একটি বিকল্প বেছে নিতে পারতেন। হয় পুরনো কর ব্যবস্থায়, নাহলে নতুন কর ব্যবস্থার অধীনে এই কর জমা করা যেত। তবে এবার থেকে ১ এপ্রিল নতুন অর্থবর্ষে নতুন কর ব্যবস্থাই হবে করদাতাদের ডিফল্ট ট্যাক্স সিস্টেম (New Tax Regime)। তবে কেউ চাইলে নিজের সুবিধেমত পুরনো কর ব্যবস্থার অধীনেই কর জমা করতে পারেন। কিন্তু কোনও বিকল্প বেছে না নিলে আয়কর জমা হবে নতুন কর ব্যবস্থার অধীনেই। নতুন কর ব্যবস্থায় ট্যাক্স স্ল্যাব এই অর্থবর্ষেও একই আছে। নতুন কর ব্যবস্থায় আপনার আয় বার্ষিক যদি ৭ লাখ বা তাঁর কম হয়, তবে আপনাকে কোনও কর দিতে হবে না।


আরও পড়ুন: Mutual Fund: মিউচুয়াল ফান্ডের KYC করাননি এখনও ? কী হবে আপনার বিনিয়োগের ?