Mutual Fund KYC Deadline: নতুন অর্থবর্ষ শুরু হয়েছে আজ ১ এপ্রিল থেকে। এর আগে ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত বেশ কিছু আর্থিক পরিকল্পনার সঙ্গে যুক্ত কাজের শেষ দিন নির্ধারিত ছিল। যে সমস্ত মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাঁদের জন্য KYC জমা (Mutual Fund KYC) দেওয়ার শেষ দিন ছিল ৩১ মার্চ। কিন্তু এখনও যারা KYC জমা করেননি, তাঁদের অ্যাকাউন্ট কি তাহলে ব্লক হয়ে যাবে ? কী হবে তাঁদের সমস্ত বিনিয়োগের ?


নতুন KYC জমার শেষ দিন ঘোষণা


আদপে মিউচুয়াল ফান্ড (Mutual Fund KYC) বিনিয়োগকারীদের জন্য আবার নতুন করে KYC জমা করার কথা বলা হয়েছে। আগের যে KYC জমার শেষ দিন নির্ধারিত ছিল, তা এবার বৈধ থাকবে না। নতুন অর্থবর্ষে নতুন করে বিনিয়োগকারীদের KYC জমা করতে হবে তাঁদের মিউচুয়াল ফান্ডের জন্য। আগে এমনও বলা হয়েছিল, যে সমস্ত বিনিয়োগকারীরা নতুন করে KYC জমা করবেন না, তাঁদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। কিন্তু এবার নতুন ঘোষণায় একটু স্বস্তি পেলেন বিনিয়োগকারীরা।


শেষ দিনের পরেও রেজিস্ট্রেশন হবে


KYC রেজিস্ট্রেশন এজেন্সি CDSL বিগত ২৮ মার্চ সমস্ত মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, এমন কোনও বাধ্যবাধকতা নেই যে বিনিয়োগকারীদের (Mutual Fund KYC) ৩১ মার্চের মধ্যেই মিউচুয়াল ফান্ডের KYC করাতে হবে লেনদেন ও বিনিয়োগ জারি রাখার জন্য। এ থেকে স্পষ্ট হয় যে, যদি কোনও বিনিয়োগকারী ৩১ মার্চের ডেডলাইনের আগে নতুন করে KYC জমা করেননি, তারাও এই ডেডলাইনের পর অনায়াসেই মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে লেনদেন চালিয়ে যেতে পারবেন।


ব্লক হবে না কোনও অ্যাকাউন্ট


CDSL Ventures-এর পক্ষ থেকে স্পষ্টই জানান হয়েছে যে, ৩১ মার্চ ২০২৪-এর পরে যে সমস্ত অ্যাকাউন্টে KYC করা হয়নি, সেই অ্যাকাউন্টগুলি ব্লক করা হবে না। তবে সেই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডে রাখা হবে। যখনই বিনিয়োগকারীরা নতুন করে KYC জমা করবেন, তাঁদের অ্যাকাউন্ট হোল্ডে রাখা অ্যাকাউন্টের তালিকা থেকে বাদ পড়ে যাবে।


SIP চালু থাকলে কী হবে ?


ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরেও যে সমস্ত অ্যাকাউন্টে KYC জমা পড়েনি, তাঁদের অ্যাকাউন্ট ব্লক হবে না বলা হয়েছে। ফলে অ্যাকাউন্ট ব্লক না হলে SIP হোক বা SWP, যেমন ম্যান্ডেট দেওয়া ছিল, তেমনভাবেই চলবে। এতে কোনও প্রভাব পড়বে না। SIP বন্ধ হবে না বিনিয়োগকারীদের।


আরও পড়ুন: RBI DIGITA: রিজার্ভ ব্যাঙ্কের নতুন এজেন্সি DIGITA, লড়াই করবে ডিজিটাল মাধ্যমে হওয়া আর্থিক তছরুপের বিরুদ্ধে