Aadhaar Linking : বাজেটেই (Budget 2025) আসতে পারে সুখবর ! ২০২৫ সালেই এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ স্কিম (ELI Scheme) চালু করতে চলেছে সরকার। এই স্কিম অনুযায়ী, সরকার কর্মচারী ও নিয়োগকর্তা উভয়েই বিশেষ ইনসেনটিভ দিতে পারে। মূলত, কর্মসংস্থানের (Employment) সুযোগ বৃদ্ধিতে উৎসাহিত করতেই সরকার দিতে পারে এই সুবিধা।
এর জন্য় কী করতে হবে
এই ধরনের সুবিধা পেতে EPF গ্রাহকদের অবিলম্বে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN), আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এর আগ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর, আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার সময়সীমা ছিল ১৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। কিন্তু EPFO এখন এই সময়সীমা ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে।
EPFO UAN অ্যাক্টিভেশন ও আধার-ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার সময়সীমা বাড়িয়েছে
EPFO তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল @X-এ একটি পোস্ট করেছে। এই পোস্টে বলা হয়েছে, EPFO গ্রাহকদের সতর্ক করে লিখেছে, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর, আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার সময়সীমা এখন ২৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন এটি লিঙ্ক না করলে সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।
অবিলম্বে লিঙ্কিং প্রক্রিয়াটি করতে হবে আপনাকে। ইপিএফও জানিয়েছে, এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ স্কিমের সুবিধা নিতে সাম্প্রতিককালে কাজে যোগ দিয়েছে এমন কর্মী ছাড়াও চলতি আর্থিক বছরে যারা চাকরিতে জয়েন করেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার ও UAN-এর সঙ্গে লিঙ্ক করতে হবে। পাশাপাশি UAN অ্যাকাউন্ট নম্বর অ্যত্টিভ রাখতে হবে।
এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ স্কিম কী ?
চলতি বছরের জুলাইতে বাজেটে ELI স্কিম সম্পর্কে ঘোষণা করলেও সরকার এখনও ইনসেনটিভের বিষয়ে বিশদে ঘোষণা করেনি। দেশে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ স্কিম নিয়ে এসেছে, যাতে নিয়োগকর্তা ও কর্মচারী উভয়কেই ইনসেনটিভ দেওয়া হবে। এই প্রকল্পের লক্ষ্য হল দুই বছরে ২ কোটি কর্মসংস্থান তৈরি করা।
এই প্রকল্পের আওতায় ৪.১ কোটি যুবকদের কর্মসংস্থান দেওয়ার চেষ্টা হবে। এই যুবকদের দক্ষতার জন্য ৫ বছরে ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে। এই স্কিমে প্রত্যক্ষ বেনিফিট ট্রান্সফারের স্কিমের মাধ্যমে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে। এটি তখনই ঘটবে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা হবে।
কীভাবে UAN-আধার-ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা হবে
ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর, আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে লিঙ্ক করবেন তা নিয়ে ইপিএফও ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছে। ইথিমধ্যেই যা ইউটিউবে শেয়ার করা হয়েছে।
ভিডিওতে বলা হয়েছে, ভারত সরকার শীঘ্রই নিয়োগকর্তা ও কর্মচারীদের জন্য একটি উপকারি স্কিম নিয়ে আসছে। কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই সুবিধা দেওয়া হবে। এর জন্য ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর সক্রিয় করতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে।
আরও পড়ুন : YouTube Tax: ইউটিউব থেকে লাখ টাকা রোজগার, কত কাটে সরকার ?