Income Tax: ডিজিটাল ভারতে (DIgital India) এখন অন্যতম আয়ের রাস্তা হয়ে গিয়েছে ইউটিউব চ্যানেল (YouTube Channel) । যেখানে নিজের বিষয়বস্ত (YouTube Content) দেখিয়ে লাখ লাখ টাকা আয় করছে ইউটিউবাররা (Youtuber)। ভারতের (Indian YouTubers) মতো দেশে এই ইউটিউবারসের সংখ্যা লক্ষাধিক ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে । জানেন, ইউটিউব থেকে আয়ের ওপর ট্যাক্স (YouTube Tax) নেয় সরকার ।
কোন ট্যাক্সের নিয়মে টাকা কাটে সরকার
ভারতের ইনকাম ট্যাক্স আইনের আওতায় এই ইউটিউবারদের ওপর কর নেওয়া হয়। এমনিতে "Income from other sources" অথবা "Income from business and profession" আইনের আওতায় ভারতীয়দের ওপর আয়কর নেওয়া হয়। ইউটিউবের বেশিরভাগ ক্ষেত্রে Income Tax Act 1961-ওপর ভিত্তি করেই এই আয়কর কাটে ভারত সরকার।
Income Tax: এক কোটি টাকার নীচে ট্যাক্স হলে
মনে রাখবেন ইউটিউবারদের ক্ষেত্রে এক কোটি টাকার নীচে আয় হলে তা সাধারণ আয়করে আওতায় পড়ে। সেই ক্ষেত্রে সরকারকে সাধারণ নিয়ম অনুয়ায়ী ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়। এর থেকে আয় বেশি হলে টবেই ট্যাক্স অডিটের আওতায় আসে ফাইল।
এক কোটির ওপর ইনকাম হলে
তবে যে ইউটিউবারদের আয় এক কোটি টাকার বেশি তাদের ইনকাম ট্যাক্স অডিট করাতে হবে। আয়কর আইনে 44AB ধারার আওতায় এই ট্যাক্স অডিট অবশ্য় কর্তব্যের মধ্যে পড়ে। সেই ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টট্যান্টকে দিয়ে ট্যাক্স অডিটের কাজ করাতে হবে আপনাকে। এই ক্ষেত্রে নেট ট্যাক্সেবল ইনকামের হিসেব আপনার ব্যবসার ব্যয় ও ডেপরিসিয়েশনের ওপর ভিত্তি করে ধরা হয়।
Income Tax: কত জিএসটি দিতে হয়
YouTube থেকে বিজ্ঞাপনের আয়ের উপর ১৮ শতাংশ GST (৯ শতাংশ CGST এবং ৯ শতাংশ SGST) প্রযোজ্য। এর জন্য ইউটিউব ক্রিয়েটরদের জিএসটি রেজিস্ট্রেশন পেতে হবে।
আরও পড়ুন : Aadhaar Card: আধার কার্ড দিয়ে টাকা তোলার আগে মাথায় রাখুন এই তিন বিষয়, না হলে ঠকবেন !