কলকাতা: বুধবার বড়দিন (Christmas 2024)। শহর জুড়ে আলোর সাজ। ঝলমলে পার্ক স্ট্রিট। গির্জার গির্জায় চলছে প্রার্থনা। উৎসবের আমেজ শহর জুড়ে।
ছুটির দিনে সকাল সকাল মাঠ ভ্রমণে বেরিয়ে পড়লেন তিনি। সিএবি-র স্থানীয় ক্রিকেটের ম্যাচ দেখতে হাজির হয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মঙ্গলবারও তিনি স্থানীয় ক্রিকেট দেখতে পৌঁছে গিয়েছিলেন ময়দানে। বুধবার বড়দিনের আবহেও মাঠে পৌঁছে গেলেন মহারাজ। ভবানীপুর মাঠে দেখলেন ম্যাচ। কিংবদন্তিকে দেখে উৎসাহিত স্থানীয় পর্যায়ে খেলা বাংলার উঠতি ক্রিকেটারেরাও।
বুধবার সকালে বড়দিন উপলক্ষ্যে পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সৌরভ। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'বড়দিনের শুভেচ্ছা সকলকে।' সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
কী রয়েছে সেই ছবিতে?
পুরনো সেই ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রী ডোনার সঙ্গে একটি সোফায় বসে রয়েছেন সৌরভ। তাঁদের সামনে মাটিতে পাতা কার্পেটের ওপর হাঁটু মুড়ে বসে একরত্তি। চোখেমুখে বিস্ময় মাখা তার। হবে না-ই বা কেন! সামনে যে হাজির স্বয়ং সান্তা ক্লজ। উপহারের ঝুলি নিয়ে।
আরও পড়ুন: পি ভি সিন্ধুর রিসেপশনে চাঁদের হাট, অলিম্পিক্সে জোড়া পদকজয়ীর অনুষ্ঠানে মেন্যুতে কী ছিল?
সৌরভ-ডোনার সামনে বসা একরত্তি কে? অনেকে প্রথম দর্শনে চিনতেই পারেননি। ফুটফুটে সেই মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। সৌরভ ও ডোনার একমাত্র কন্যা। সানার ছোটবেলার ছবিটি পোস্ট করেছেন সৌরভ। ছবিতে সৌরভকে দেখা যাচ্ছে, গালে হাত দিয়ে এক দৃষ্টিতে চেয়ে রয়েছেন মেয়ের দিকে। পাশে বসা ডোনারও নজর মেয়ের দিকেই। পিতৃত্ব ও মাতৃত্ব যেন উপভোগ করছেন সৌরভ ও ডোনা। মেয়েকে দেখেই যেন মন আনন্দে ভরে উঠছে তাঁদের।
সান্টা-কেক-ক্যারল থেকে ক্রিসমাস ট্রি। বৃষ্টিভেজা বড়দিনে আনন্দে মাতোয়ারা গোটা শহর। পার্ক স্ট্রিট পরিণত হয়েছে ওয়াক স্ট্রিটে। কলকাতা থেকে জেলা, উৎসবের মুডে রাজ্যবাসী। জমিয়ে শীত নেই তো কী হয়েছে! বড়দিনে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কেক, এসব তো আছে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নিক্কো পার্ক, ইকো পার্ক, মানুষ ভিড় করতে শুরু করেছেন সর্বত্র। আজ থেকেই বর্ষশেষের উৎসব শুরু। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। সপ্তাহভর চলবে আগামী বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি। বড়দিন এবং বছর শেষের উত্সব উপলক্ষ্যে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে।
আরও পড়ুন: খেলেছেন ইউসুফ পাঠান-হুডাদের বিরুদ্ধে, হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ঊনচল্লিশেই মৃত্যু!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।