Vivo Phones: ভারতে আসছে ভিভো ভি৪০ই ফোন (Vivp V40e)। জানা গিয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর বেলা ১২টায় এই ফোন দেশে লঞ্চ হবে। ভিভো ইন্ডিয়ার (Vivo India) ওয়েবসাইটে একটি মাইক্রোসাইট (Microsite) তৈরি হয়েছে এই ফোনের জন্য। সেখান থেকেই ফোন ডিজাইন এবং বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। ভিভো ভি৪০ সিরিজের আরও দু'টি ফোন ভারতে লঞ্চ হয়েছে। সেগুলি হল ভিভো ভি৪০ এবং ভিভো ভি৪০ প্রো। এবার সেই দলেই নাম জুড়তে চলেছে ভিভো ভি৪০ই ফোনের। বলা হচ্ছে, এটি ভিভো ভি৩০ই ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে। দুটো রঙে ভিভো ভি৪০ই ফোন ভারতে লঞ্চ হবে। শোনা যাচ্ছে, এই ফোনে ৬.৭৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এছাড়াও ভিভো ভি৪০ই ফোনে থাকতে চলেছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। মিন্ট গ্রিন এবং রয়্যাল ব্রোঞ্জ- এই দুই রঙে ভিভো ভি৪০ই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। 


ভিভো ভি৪০ই ফোনে কী কী ফিচার থাকতে পারে একনজরে দেখে নিন 



  • এই ফোনে ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এটি একটি থ্রিডি কার্ভড ডিসপ্লে হতে চলেছে। 

  • ইনফিনিটি আই ক্যামেরা মডিউল ডিজাইন এবং Aura লাইট রয়েছে ভিভো ভি৪০ই ফোনে। ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে চলেছে ভিভো ভি৪০ই ফোনে। এআই যুক্ত ক্যামেরা ফিচার থাকবে ভিভোর আসন্ন ফোনে। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে ভিভো ভি৪০ই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের সোনি সেনসর থাকবে যার সঙ্গে ২এক্স পোর্ট্রেট মোড যুক্ত থাকবে। এছাড়াও থাকবে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর। 

  • ভিভো ভি৪০ই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। এই ফোন ৭.৪৯ মিলিমিটার পুরু হতে চলেছে এবং ১৮৩ গ্রাম ওজন হতে পারে এই ফোনের। 

  • মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রসেসর থাকতে পারে ভিভো ভি৪০ই ফোনে। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হল Honor ২০০ লাইট ফোন, ২০ হাজারের কমেই কেনা যাবে এই ৫জি ফোন 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।