EPS Rule: এবার বড় বদল ইপিএসের নিয়মে। এমপ্লয়িজ পেনশন স্কিমের সদস্যরা এবার ৬ মাসের কম চাকরিতে যুক্ত থেকেও পেনশন স্কিম (Employees Pension Scheme) থেকে এক লপ্তে টাকা তুলতে পারবেন। ভারত সরকার এবার এমপ্লয়িজ পেনশন স্কিম ১৯৯৫-এ সংশোধন করল। এবার থেকে এমপ্লয়িজ পেনশন স্কিমের সদস্যরা কম সময় চাকরি (EPS Rule Ammendment) করেও তাদের জমানো টাকা তুলে নিতে পারবেন। ইপিএস ১৯৯৫-এর এই সংশোধনের ফলে উপকৃত হবেন ৭ লক্ষ সদস্য।
ভারতের কেন্দ্রী শ্রম মন্ত্রক জানিয়েছে যে, দেশে ইপিএস ৯৫ স্কিমের অধীনে লক্ষ লক্ষ সদস্য আছেন যারা এই স্কিম থেকে মাঝপথেই বেরিয়ে এসেছেন। তারা পেনশনের (Employees Pension Scheme) আওতায় পড়বেন না, কারণ আগে নিয়ম ছিল ইপিএসের সদস্য হলে ন্যূনতম ১০ বছর টাকা জমাতে হবে এই স্কিমে। এবার সেই নিয়মে অনেক শিথিলতা এল। ২০২৩-২৪ অর্থবর্ষে এইরকম ৩০ লাখ টাকার উইথড্রল বেনিফিটের আবেদন জমা পড়েছিল এবং তা অনুমোদনও করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফে।
এখনও পর্যন্ত উইথড্রল বেনিফিট গণনা করা কত বছর চাকরি করেছেন একজন সদস্য এবং তাঁর কত টাকা জমেছে এই স্কিমে তার উপর। তবে এবার যে সমস্ত (EPS Rule Ammendment) সদস্য ন্যূনতম ৬ মাস কাজ করেছেন বা তাঁর বেশি, তারাই কেবল এই উইথড্রল বেনিফিটের সুবিধে পাবেন। ৬ মাসের কম কাজ করলে সেই বেনিফিট পাওয়া যেত না আর সেই কারণে বহু দাবি মঞ্জুর করাও হয়নি।
শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই কারণে ২০২৩-২৪ অর্থবর্ষে ৭ লাখ উইথড্রল ক্লেইম বাতিল করা হয়েছিল যেখানে ইপিএস ১৯৯৫-এর অধীনে ৬ মাসের কম সময় যুক্ত ছিলেন সদস্যরা। তবে এবার এই নিয়মে সংশোধন আসায় যে সমস্ত ইপিএস সদস্যদের বয়স ১৪ জুনে ৫৮ বছর হয়নি, তারাও এই উইথড্রল বেনিফিট পাবেন।
কেন্দ্র সরকার টেবিল ডি-র সংশোধনও করেছেন। এখন থেকে কত মাস কাজ করেছেন ইপিএসের সদস্যরা তাঁর উপর ইপিএসের টাকা গণনা করা হবে। এই নতুন নিয়মের ফলে উপকৃত হবেন প্রায় ২৩ লাখ ইপিএস সদস্য। ধরা যাক, যদি কোনও সদস্য ২ বছর ৫ মাস চাকরি করেন এবং ইপিএসে টাকা জমান, সেক্ষেত্রে তাঁর বেতন যদি মাসে ১৫ হাজার টাকা হয়, তাহলে তিনি ২৯,৮৫০ টাকা উইথড্রল বেনিফিট পেতেন আগের নিয়মে। তবে এবার নতুন নিয়মের অধীনে তিনি উইথড্রল বেনিফিট পাবেন ৩৬ হাজার টাকার।
আরও পড়ুন: Gold Price: সপ্তাহান্তে সোনা কি সস্তায় মিলছে ? আজ সোনা কিনলে খরচ কত হবে ?