Share Market: সপ্তাহের শুরুতেই দেখে নিন কোন কোন শেয়ারে মিলবে ডিভিডেন্ড। এই সপ্তাহেই আগামী ৫ দিনের মধ্যেই রয়েছে বেশ কিছু শেয়ারের এক্স ডিভিডেন্ড তারিখ (Dividend Stocks)। বিনিয়োগকারীদের জন্য খুশির খবর। ৪ মার্চ থেকে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের কাছে অতিরিক্ত আয়ের একটা সুযোগ খুলে যাচ্ছে। এই সপ্তাহে ডিভিডেন্ড ছাড়াও বেশ কিছু শেয়ারে মিলবে বোনাস আর শেয়ার স্প্লিটের ঘোষণাও রয়েছে।


আগামী ৬ মার্চ বুধবার দুটি কোম্পানির শেয়ারের ডিভিডেন্ড (Dividend Stocks) ঘোষণা হয়েছে। ডিসিএম শ্রীরাম লিমিটেড শেয়ার পিছু ৪ টাকা হারে অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়াও আছে ম্যারিকো লিমিটেডের শেয়ার। এই শেয়ারে ৬.৫ টাকা প্রতি শেয়ারে অন্তর্বর্তী ডিভিডেন্ড দেওয়া হবে ৬ মার্চ।


এর পরের দিন ৭ মার্চ পঞ্চশীল অর্গানিক্স এবং সানোফি ইন্ডিয়া লিমিটেডের শেয়ারে ডিভিডেন্ড মিলবে। এক্স ডিভিডেন্ড তারিখ ঘোষণা হয়েছে ৭ মার্চ। পঞ্চশীল অর্গানিক্সের শেয়ারহোল্ডাররা শেয়ারপিছু ০.০৮ টাকা হারে এবং সানোফি ইন্ডিয়া লিমিটেডের বিনিয়োগকারীরা প্রতি শেয়ারে ৫০ টাকা হারে পাবেন অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড।


শুধু ডিভিডেন্ডই নয়, কিছু কিছু শেয়ারের এক্স-স্প্লিট ডেটও (Dividend Stocks) আছে এই সপ্তাহেই। সোমবার অর্থাৎ ৪ মার্চ টাইগার লজিস্টিকসের শেয়ারে হবে স্প্লিট। এছাড়া এই সপ্তাহে শেয়ার বিভাজন হবে ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল লিমিটেড, মনোরমা ইন্ডাস্ট্রিজের। ৪ মার্চ অর্থাৎ আজ সোমবার ইজিএম আছে জ্যোতি স্ট্রাকচার লিমিটেড ও স্টিল এক্সচেঞ্জ ইন্ডিয়ার। এছাড়া ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল লিমিটেডের শেয়ারহোল্ডাররা শুধু স্প্লিটের সুবিধাই নয়, বরং পাবেন বোনাস শেয়ারের সুবিধাও। ৫ মার্চ ১:১ অনুপাতে এই সংস্থার শেয়ারের বোনাস শেয়ার দেওয়া হবে। অর্থাৎ ১টি শেয়ার থাকলে আরও ১টি শেয়ার পাবেন বিনিয়োগকারীরা।  


এই সপ্তাহের শুরুর দিনেই অর্থাৎ আজ সোমবার বাজারে লঞ্চ হল RK Swamy-র আইপিও। এই সপ্তাহে আরও কিছু আইপিও আসবে, ৮টি শেয়ারের লিস্টিংও হবে বাজারে। 


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।। )