Indian Currency: গত বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক ভয়ঙ্কর তথ্য প্রকাশ করা হয়েছে। দেশে জাল নোট নিয়ে তথ্য দিয়েছে আরবিআই আর সেই রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে যে দেশে ৫০০ টাকার জাল নোটের (Fake Notes) পরিমাণ ২০২৪-২৫ অর্থবর্ষে বেড়ে গিয়েছে ৩৭.৩ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক সহ সমস্ত ব্যাঙ্কগুলি ২০২৪-২৫ অর্থবর্ষে ১.১৮ লক্ষ ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেছে যার মোট মূল্য দাঁড়ায় ৫.৮৮ কোটি টাকা। আর এর আগে ২০২৩-২৪ অর্থবর্ষে ব্যাঙ্কগুলি দেশ থেকে ৮৫,৭১১টি জাল নোট (৫০০ টাকার) উদ্ধার করেছিল যার (Counterfeit Notes) মোট মূল্য ছিল ৪.২৮ কোটি টাকা। অর্থাৎ সাম্প্রতিক অর্থবর্ষে দেশে জাল নোটের পরিমাণ ব্যাপক হারে বেড়ে গিয়েছে।

Continues below advertisement

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ৫০০ টাকার নোটই শুধু নয়, এর পাশাপাশি ২০০ টাকার জাল নোটের সংখ্যাও ২০২৪-২৫ অর্থবর্ষে ১৩.৯ শতাংশ বেড়েছে আগের অর্থবর্ষের তুলনায়। এই সময়ের মধ্যে দেশে ৩২,৬৬০টি জাল ২০০ টাকার নোট উদ্ধার করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক সহ অন্যান্য ব্যাঙ্কগুলি যার মোট মূল্য ছিল ৬৫.৩২ লক্ষ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে ২০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছিল ২৮,৬৭২টি যার মোট মূল্য ছিল ৫৭.৩৪ লক্ষ টাকা।

২০২৪-২৫ অর্থবর্ষ চলাকালীন ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা এবং ১০০ টাকার নোটেও জাল নমুনার হদিশ মিলেছে। এই নোটগুলির যথাক্রমে ৩২.৩ শতাংশ, ১৪ শতাংশ, ২১.৮ শতাংশ এবং ২৩ শতাংশ হারে জাল নোটের পরিমাণ বেড়েছে। তবে বাজারে ২০০০ টাকার নোট বন্ধ হওয়ার পর থেকে এই নোটের জালের পরিমাণে ব্যাপক ঘাটতি দেখা গিয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে যেখানে বাজারে ২৬,০৩৫টি জাল নোট ছিল তা ২০২৪-২৫ অর্থবর্ষে এসে ৮৫.৩২ শতাংশ কমে হয়েছে ৩৫০৮টি।

Continues below advertisement

২০২৪ সালের এপ্রিল মাস থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত সময়ের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ অন্যান্য ব্যাঙ্কগুলি দেশে মোট ২.১৭ লক্ষ জাল নোট উদ্ধার করেছে। এর মধ্যে ৪.৭ শতাংশ চিহ্নিত হয়েছে রিজার্ভ ব্যাঙ্কে আর বাকি ৯৫.৩ শতাংশ চিহ্নিত হয়েছে অন্যান্য ব্যাঙ্কগুলিতে।   

গত মাসেই জানানো হয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর সঞ্জয় মলহোত্রার স্বাক্ষর সহ বাজারে নতুন ৫০০ টাকা, ২০০ টাকা ও ১০ টাকার নোট আসবে। মহাত্মা গান্ধী সিরিজের এই নোটগুলিতে নিয়ম অনুসারে নতুন গভর্নরের স্বাক্ষর ছাপা হয়। তবে এও জানানো হয়েছিল যে নতুন নোট আসার ফলে পুরনো নোটগুলি বাতিল হবে না।