Fixed Deposit: এখনকার দিনে মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটে বিনিয়োগের দিকেই বেশি মানুষ ঝুঁকছেন। এই স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রিটার্ন যেমন বেশি পাওয়া যায়, তেমনি ঝুঁকিও থাকে। সাধারণ মানুষ এখনও এই ঝুঁকির বিষয়ে ঢুকতে চান না, তাদের কাছে বিনিয়োগের নিশ্চিন্ত মাধ্যম এখনও ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত। বিভিন্ন ব্যাঙ্কে স্থায়ী আমানতের (Fixed Deposit) ক্ষেত্রে একেক রকম সুদ পাওয়া যায়। সম্প্রতি আইডিবিআই ব্যাঙ্ক একটি বিশেষ স্কিম চালু করেছে যেখানে আপনি স্থায়ী আমানতের উপর একটি নির্দিষ্ট মেয়াদে ৭.৮৫ শতাংশ সুদ (FD Interest Rate) পাবেন যা কিনা অন্যান্য ব্যাঙ্কের থেকে অনেকাংশে বেশি। কত দিনের জন্য স্থায়ী আমানতে মিলবে এই সুদ ? কী সুবিধে পাবেন আপনি ?


আইডিবিআই ব্যাঙ্ক সম্প্রতি তাদের স্থায়ী আমানতের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য সুদের হার বাড়িয়েছে। এই বিশেষ স্কিমের নাম দেওয়া হয়েছে উৎসব ফিক্সড ডিপোজিট স্কিম। এই স্কিমের অধীনেই সর্বোচ্চ ৭.৮৫ শতাংশ সুদ দিচ্ছে আইডিবিআই ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাঁর অমৃত কলস স্কিমে যেখানে ৭.১০ শতাংশ সুদ দেয়, প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০ শতাংশ সুদ পাওয়া যায়। সেই তুলনায় অমৃত কলস স্কিমের থেকে আইডিবিআই ব্যাঙ্কের উৎসব ফিক্সড ডিপোজিটে বেশি সুদ মিলছে।


আইডিবিআই উৎসব ক্যালেবল এফডি স্কিম


আইডিবিআই ব্যাঙ্কে ৩০০ দিনের মেয়াদের স্থায়ী আমানতের উপর ৭.০৫ শতাংশ সুদ মিলছে, একই মেয়াদে প্রবীণ নাগরিকদের জন্য সুদ মিলছে ৭.৫৫ শতাংশ। এই ব্যাঙ্কেই একই স্কিমে ৩৭৫ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিট করলে আপনি পাবেন ৭.২৫ শতাংশ সুদ, প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৭৫ শতাংশ সুদ। আইডিবিআই উৎসব ক্যালেবল এফডি স্কিমে ৭.০৫ শতাংশ থেকে শুরু করে ৭.২০ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাবে সাধারণ নাগরিকের জন্য। অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার রয়েছে ৭.৫৫ শতাংশ থেকে ৭.৭০ শতাংশ পর্যন্ত।


৩৭৫ দিনের মেয়াদে প্রবীণ নাগরিকরা যেখানে ৭.৭৫ শতাংশ সুদ পাবেন, সেখানে ৪৪৪ দিনের মেয়াদে এই একই স্কিমে প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটের উপর পাবেন ৭.৮৫ শতাংশ সুদ। অন্যদিকে ৭০০ দিনের মেয়াদে টাকা রাখলে প্রবীণ নাগরিকরা ৭.৭০ শতাংশ সুদ পাবেন।


আরও পড়ুন: Paytm: পেটিএমের এই ব্যবসা কিনে নিল জোমাটো, এবার দাম বাড়বে শেয়ারের ?