FD Interest Rate: সাধারণ মানুষের কাছে এখনও ফিক্সড ডিপোজিট একটি ভরসাযোগ্য বিনিয়োগের মাধ্যম। মাঝেমধ্যেই বেশ কিছু ব্যাঙ্ক এই ফিক্সড ডিপোজিটে সুদের হার বদলে ফেলে। এই বছর ২০২৪ সালের মে মাসে বেশ কিছু ব্যাঙ্কে সুদের হার (FD Interest Rate) বাড়িয়েছে। এমনকী কিছু কিছু ব্যাঙ্কে ৯.১ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। দেখে নিন কোন ব্যাঙ্কে বদলালো সুদের হার আর কোন ব্যাঙ্কেই বা মিলছে সবথেকে বেশি সুদ।
DCB Bank FD
২২ মে এই ব্যাঙ্ক তাঁর সুদের হার পরিবর্তন করেছে। ২ কোটি টাকার কম আমানতের উপর এই ব্যাঙ্কে ২০ মাসের মেয়াদে মিলছে ৮ শতাংশ সুদ। অন্যদিকে প্রবীণ নাগরিকরা এই ব্যাঙ্কে FD করালে পাবেন ৮.৫৫ শতাংশ সুদ।
IDFC First Bank FD
এই ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে ৩.৯০ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই একই মেয়াদে সুদের হার (FD Interest Rate) থাকবে ৩.৫০ থেকে ৮.৪০ শতাংশ পর্যন্ত। এই ব্যাঙ্কে ৫০০ দিনের মেয়াদে আপনি ৮ শতাংশ থেকে ৮.৪০ শতাংশ পর্যন্ত সুদের হার পাবেন ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের উপর।
SBI FD
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় স্থায়ী আমানতে ২ কোটি টাকা পর্যন্ত খুচরো আমানত এবং ২ কোটি টাকার উপরে বাল্ক আমানতে সুদের হার বাড়ানো হয়েছে।
Utkarsh Small Finance Bank
এই ব্যাঙ্কে স্থায়ী আমানতের উপর প্রবীণ নাগরিকরা সর্বোচ্চ ৯.১০ শতাংশ পর্যন্ত সুদের হার পেতে পারেন ২ কোটি টাকার কম আমানতে। সাধারণ মানুষরা এই ব্যাঙ্কে এফডি করলে ৪ থেকে ৮.৪০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। ২ থেকে ৩ বছরের মেয়াদে উতকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্কের এফডিতে সর্বোচ্চ সুদ মেলে- প্রবীণ নাগরিকদের জন্য ৯.১০ শতাংশ এবং সাধারণ মানুষের জন্য ৮.৫০ শতাংশ।
RBL Bank FD
আরবিএল ব্যাঙ্কে স্থায়ী আমানতের (FD Interest Rate) উপর আপনি সর্বোচ্চ ৮ শতাংশ সুদ পাবেন ১৮ থেকে ২৪ মাসের মেয়াদের জন্য। প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ রিটার্ন।
Capital Small Finance Bank FD
২ কোটি টাকার কম আমানতের উপর ক্যাপিটাল ফিনান্স ব্যাঙ্কে এফডি করলে সেই সুদের হার বদলেছে। এখানে ৩.৫ থেকে ৭.৪৪ শতাংশ সুদের হার পাওয়া যায় সাধারণ মানুষদের জন্য।
City Union Bank FD
সিটি ইউনিয়ন ব্যাঙ্কে সর্বোচ্চ ৭.২৫ শতাংশ সুদ পাওয়া যায় স্থায়ী আমানতের উপর। ৪০০ দিনের মেয়াদেই এখানে মেলে সর্বোচ্চ সুদ।
আরও পড়ুন: SBI Recurring Deposit: মাসে মাত্র ৫৯২ টাকা জমিয়েই লাখপতি ! কী সুবিধে দিচ্ছে SBI-এর এই স্কিম ?